শিরোনাম
সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

কাশিমপুর কারাগারে হাজতির সঙ্গে এক নারীর বিয়ে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী এক হাজতির সঙ্গে এক নারীর বিয়ে হয়েছে। বর (হাজতি) গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়া গ্রামের আবদুল হকের ছেলে মো. স্বপন (২২) এবং কনে একই এলাকার। শনিবার বিকাল ৩টার দিকে কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এবং বর ও কনের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে শ্রীপুর উপজেলা চিনাশুখানিয়া এলাকার আবদুল হকের ছেলে মো. স্বপন একই এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক বছর আগে ওই নারীর ঘরে এক পুত্রসন্তান জন্ম নেয়। পরে মো. স্বপন এসব কিছু অস্বীকার করে। উপায় না পেয়ে মেয়েটি শ্রীপুর থানায় (মামলা নম্বর-৪৪ (১২) ১৮) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এক পর্যায়ে এ মামলায় উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেয়। পরে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে কারাগারে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার জাহানারা বেগম জানান, উচ্চ আদালতের নির্দেশে কারাগারের অফিস কক্ষে শনিবার মো. স্বপন ও ওই মেয়ের বিয়ের আয়োজন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি উচ্চ আদালতের নির্দেশ কারাগারে আসে। পরে বর ও কনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ বিয়ের আয়োজন করা হয়। শনিবার বেলা ১১টার পর থেকেই বিয়ের আয়োজন চলতে থাকে। পরে ধর্মীয় নিয়মানুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষ করতে বিকাল প্রায় ৩টা বেজে যায়। এ সময় বর ও কনের বাবা-মা, তাদের এক বছরের ছেলে ও পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় কাজী আশরাফুল আলম তাদের বিয়ে পড়ান। স্বপন ২০১৮ সালের ১৮ ডিসেম্বর থেকে কারাগারে বন্দী রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর