বিশাল মাঠে খেলায় মত্ত কিশোর-যুবকরা। কোথাও চলছে ফুটবল, আবার কোথাও ক্রিকেট। আর এই খেলার আয়োজন কোনো স্টেডিয়াম বা নির্ধারিত মাঠে নয়। সিলেটে সুরমা নদীতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে খেলাধুলার নানা আয়োজন। বিভিন্ন স্থানে সুরমার বুকে জেগে ওঠা চরে আয়োজন করা হয়েছে টুর্নামেন্টেরও। এ ছাড়া দুই পাড়ের মানুষ ইচ্ছামতো বর্জ্য ফেলছেন নদীতে। কেউ বুক চিরে তুলছেন বালু। সবাই মিলে তিলে তিলে মেরে ফেলার উদ্যোগ নিয়েছেন একসময়ের স্রোতস্বিনী সুরমাকে। বোবা সুরমার আর্তনাদ শোনারও যেন কেউ নেই। ভারতের বরাক নদী সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলসীদ সীমান্ত দিয়ে সুরমা ও কুশিয়ারা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। একসময় এই নদী দিয়ে সিলেটের ব্যবসায়ীরা সারা বছর পণ্য পরিবহন করতেন। এখনো বর্ষা মৌসুমে সুরমা নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে ধান, পাথর, চুনাপাথর, বালু, কয়লা ও সিমেন্ট পরিবহন করা হয়ে থাকে। তবে শুষ্ক মৌসুমে পানি কমে বন্ধ হয়ে পড়ে নৌ চলাচল। সরেজমিন সিলেট নগরীর কুশিঘাট, মাছুদিঘির পাড়, চাঁদনীঘাট, কানিশাইল ও কাজিরবাজার এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার ওপর দিয়ে বয়ে চলা সুরমা নদী এখন পুরোটাই শুকিয়ে গেছে। পলি জমে ভরাট হয়ে গেছে নদীর বুক। জেগে উঠেছে বিশাল বিশাল চর। প্রয়োজনে হেঁটে নদী পার হচ্ছেন লোকজন। কয়েকটি স্থানে নদীর বুকে শিশু-কিশোরদের ফুটবল ও ক্রিকেট খেলতেও দেখা যায়। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের বরাক নদী দিয়ে আসা পানি সুরমা ও কুশিয়ারা দিয়ে প্রবাহিত হয়। শুষ্ক মৌসুমে বরাক থেকে আসা পানির ৭০ ভাগ চলে যায় কুশিয়ারা নদী দিয়ে। উৎসমুখ ভরাট হয়ে যাওয়ায় মাত্র ৩০ ভাগ পানি আসে সুরমা নদীতে। ফলে শুষ্ক মৌসুমে সুরমা নদীতে দেখা দেয় পানি সংকট। এ ছাড়া বর্ষা মৌসুমে পানির সঙ্গে উজান থেকে আসা পলিমাটি এবং বিভিন্ন স্থানে দখল ও দূষণের কারণে দিন দিন নদী ভরাট হয়ে গেছে। কিন্তু দীর্ঘদিন ধরে নদী খনন না হওয়ায় ধীরে ধীরে স্রোতস্বিনী সুরমা হারিয়েছে তার যৌবন। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বর্ষা মৌসুমে সুরমা নদীর ওয়াটার লেভেল থাকে ১১-১২ মিটার। কিন্তু শুষ্ক মৌসুমে এই লেভেল ১ মিটারের নিচেও নেমে আসে। পরিবেশবাদী সংগঠন সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্টের প্রধান নির্বাহী মো. আবদুল হাই আল হাদী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অপরিকল্পিতভাবে নদীশাসন, পরিকল্পনাহীনভাবে সেতু নির্মাণ ও খননের উদ্যোগ না নেওয়ায় সুরমা নদীর প্রায় পুরোটাই ভরাট হয়ে পড়েছে। নদীর নাব্যতা কমে যাওয়ায় প্রতিবছর বন্যা ও ভাঙনের শিকার হচ্ছেন লোকজন। এতে পরিবেশ ও প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে আশার কথা হচ্ছে, সুরমা নদীর বিভিন্ন অংশ খননে ১২০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাস হয়েছে। তবে এ বছরই শুরু হচ্ছে না খননকাজ। সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার জানান, সিলেট সদরের দশগ্রাম, বিশ্বনাথের লামাকাজির রাজাপুর ও মাহতাবপুর এলাকায় সুরমা নদীর খননকাজের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছিল। ওই প্রকল্পটি একনেকে পাস হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এই প্রকল্প নিয়ে কিছু সম্ভাব্যতা যাচাই করবে। কোন স্থানে কতটুকু খনন করা প্রয়োজন এবং খননের পর এর স্থায়িত্ব কী হবে এসব পরীক্ষা-নিরীক্ষার পর তারা প্রতিবেদন দাখিল করবে। এই প্রতিবেদন পাওয়ার পরই প্রকল্পের খননকাজ শুরু হবে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুরমার তীরবর্তী বিভিন্ন কারখানা তাদের বর্জ্য পানিতে ফেলে দেয়। কালিঘাটের ব্যবসায়ীরাও একইভাবে বর্জ্য ফেলে পানিদূষণ করছেন। সুরমাকে বাঁচাতে হলে তীরবর্তী এলাকা থেকে সব ধরনের কল-কারখানা সরিয়ে নিতে হবে। সমন্বিত উদ্যোগ ছাড়া কোনোভাবেই সুরমা নদীকে বাঁচানো সম্ভব নয় বলে মন্তব্য করেন মেয়র আরিফ।
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
নদীর কান্না
মরছে সুরমা দেখছে না কেউ
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর