মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি গৃহহীনকে ঘর দেওয়ার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন তাকে দেশের সবাই স্বাগত জানিয়েছে। গৃহহীনরা নিজঘরে বসবাসের যে স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সেই স্বপ্ন বাস্তবায়ন করবে। এক জরিপে প্রতীয়মান হয়েছে যে, ঢাকা নগরীতে বিভিন্ন বস্তিতে মানবেতর জীবনযাপন করছেন এমন পরিবারের সংখ্যা ১০ থেকে ১২ হাজার। দেখা যায়, প্রতিনিয়তই কোনো না কোনো বস্তিতে আগুন লেগে এই গরিব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন অবস্থায় তাদের মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থার পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। প্রতিটি পরিবারকে ৫০০ বর্গফুটের একটি করে ফ্ল্যাট করে দিলে প্রতি ফ্ল্যাটের পেছনে ব্যয় হবে ৮ লাখ টাকা। আমার পরামর্শ হলো, ঢাকার অদূরে ২৫ বিঘা জমিতে এদের জন্য ২৫ তলাবিশিষ্ট কয়েকটি ভবন করে দিয়ে বাসস্থান সমস্যার প্রতিকার সম্ভব। প্রতি ফ্ল্যাট ৮ লাখ টাকা হিসেবে ১০ হাজার ফ্ল্যাটের জন্য সম্ভাব্য ব্যয় ৮০০ কোটি টাকা। নগরীর কড়াইল বস্তি, মিরপুর বস্তি, কমলাপুর বস্তিসহ আনাচে-কানাচে ছোটখাটো সব বস্তির সবার একটি স্থায়ী আবাসনের ব্যবস্থা করা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, এতে করে আপনার প্রতিশ্রুতিরও বাস্তবায়ন হবে। ঢাকা নগরীতে যানজট, মাদকসেবী ও সমাজবিরোধীদের অপকর্ম যে হারে বাড়ছে তার পেছনে এসব বস্তির একটা প্রভাব আছে। বস্তিবাসীর জন্য স্থায়ী আবাসন হলে যানজট, মাদকসেবীদের অবাধ চলাফেরা ও অসামাজিক কার্যকলাপও বন্ধ হবে। নগরীর মানুষ নিরাপদ ও নির্বিঘ্ন থাকবে। এতে করে প্রধানমন্ত্রীর নিজের এবং তাঁর সরকারের সুনাম বাড়বে। প্রধানমন্ত্রী, আপনি জনস্বার্থে দেশে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছেন। কিছু কিছু প্রকল্প সম্পন্ন হয়েছে। গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের প্রকল্পটি আপনার জন্য তাৎপর্যময় একটি প্রকল্প। প্রকল্পের অর্থায়নের জন্য বিদেশি দাতা সংস্থা ও রাষ্ট্রগুলোর অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছে। যেমন সৌদি আরব, জাপান, মালয়েশিয়া, কাতার, দুবাই এরা। তা ছাড়া মানবিক কারণে আরও অনেক দেশ এগিয়ে আসবে। বিদেশি বহু কোম্পানি আছে যারা মানবতার খাতিরে সাহায্য হিসেবে আর্থিক অনুদান দেবে, তবে আমাদের পরিকল্পনার প্রতি সৎ থাকতে হবে। প্রধানমন্ত্রী আপনি যদি আগ্রহী হন তাহলে চীনা ও জাপানিরা এক বছরের মধ্যে এ ধরনের বিরাট প্রকল্প বাস্তবায়ন করে দেবে। পরিশেষে আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। লেখক : জাতীয় সংসদের সাবেক সদস্য
শিরোনাম
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগের প্রেক্ষিতে একটি পরামর্শ
এম এ হাসেম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর