মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি গৃহহীনকে ঘর দেওয়ার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন তাকে দেশের সবাই স্বাগত জানিয়েছে। গৃহহীনরা নিজঘরে বসবাসের যে স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সেই স্বপ্ন বাস্তবায়ন করবে। এক জরিপে প্রতীয়মান হয়েছে যে, ঢাকা নগরীতে বিভিন্ন বস্তিতে মানবেতর জীবনযাপন করছেন এমন পরিবারের সংখ্যা ১০ থেকে ১২ হাজার। দেখা যায়, প্রতিনিয়তই কোনো না কোনো বস্তিতে আগুন লেগে এই গরিব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন অবস্থায় তাদের মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থার পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। প্রতিটি পরিবারকে ৫০০ বর্গফুটের একটি করে ফ্ল্যাট করে দিলে প্রতি ফ্ল্যাটের পেছনে ব্যয় হবে ৮ লাখ টাকা। আমার পরামর্শ হলো, ঢাকার অদূরে ২৫ বিঘা জমিতে এদের জন্য ২৫ তলাবিশিষ্ট কয়েকটি ভবন করে দিয়ে বাসস্থান সমস্যার প্রতিকার সম্ভব। প্রতি ফ্ল্যাট ৮ লাখ টাকা হিসেবে ১০ হাজার ফ্ল্যাটের জন্য সম্ভাব্য ব্যয় ৮০০ কোটি টাকা। নগরীর কড়াইল বস্তি, মিরপুর বস্তি, কমলাপুর বস্তিসহ আনাচে-কানাচে ছোটখাটো সব বস্তির সবার একটি স্থায়ী আবাসনের ব্যবস্থা করা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, এতে করে আপনার প্রতিশ্রুতিরও বাস্তবায়ন হবে। ঢাকা নগরীতে যানজট, মাদকসেবী ও সমাজবিরোধীদের অপকর্ম যে হারে বাড়ছে তার পেছনে এসব বস্তির একটা প্রভাব আছে। বস্তিবাসীর জন্য স্থায়ী আবাসন হলে যানজট, মাদকসেবীদের অবাধ চলাফেরা ও অসামাজিক কার্যকলাপও বন্ধ হবে। নগরীর মানুষ নিরাপদ ও নির্বিঘ্ন থাকবে। এতে করে প্রধানমন্ত্রীর নিজের এবং তাঁর সরকারের সুনাম বাড়বে। প্রধানমন্ত্রী, আপনি জনস্বার্থে দেশে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছেন। কিছু কিছু প্রকল্প সম্পন্ন হয়েছে। গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের প্রকল্পটি আপনার জন্য তাৎপর্যময় একটি প্রকল্প। প্রকল্পের অর্থায়নের জন্য বিদেশি দাতা সংস্থা ও রাষ্ট্রগুলোর অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছে। যেমন সৌদি আরব, জাপান, মালয়েশিয়া, কাতার, দুবাই এরা। তা ছাড়া মানবিক কারণে আরও অনেক দেশ এগিয়ে আসবে। বিদেশি বহু কোম্পানি আছে যারা মানবতার খাতিরে সাহায্য হিসেবে আর্থিক অনুদান দেবে, তবে আমাদের পরিকল্পনার প্রতি সৎ থাকতে হবে। প্রধানমন্ত্রী আপনি যদি আগ্রহী হন তাহলে চীনা ও জাপানিরা এক বছরের মধ্যে এ ধরনের বিরাট প্রকল্প বাস্তবায়ন করে দেবে। পরিশেষে আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। লেখক : জাতীয় সংসদের সাবেক সদস্য
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগের প্রেক্ষিতে একটি পরামর্শ
এম এ হাসেম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর