করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো ও জনসচেতনতা তৈরিতে মাঠে নেমেছেন সিলেট সিটি করপোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরী। রাস্তায় জীবাণুনাশক ছিটানো, তিন দিনের জন্য বিপণিবিতান বন্ধ রাখা, বিপণিবিতানে আসা ক্রেতাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানো ও লিফট ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। করোনা প্রতিরোধে মেয়রের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সিলেটের সচেতন মহল। সারা বিশ্বে এখন একটাই আতঙ্ক করোনাভাইরাস। মরণঘাতী এ ভাইরাস ঠেকাতে দাবি উঠেছে সারা দেশ লকডাউনের। কিন্তু এখনো এ ব্যাপারে সরকারি কোনো সিদ্ধান্ত আসেনি। প্রবাসী অধ্যুষিত সিলেটেও লকডাউনের দাবি উঠেছে বেশ জোরেশোরে। জনদাবির পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আগামীকাল মঙ্গলবার থেকে তিন দিন সিলেট নগরীর সব বিপণিবিতান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। তার অনুরোধে বৈঠকে বসছেন বিপণিবিতানগুলোর ব্যবসায়ীরা। মেয়র আশাবাদী জনস্বার্থের কথা বিবেচনা করে ব্যবসায়ীরা তিন দিন সব বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখবেন। এ ছাড়া সিলেট নগরীর সব বিপণিবিতান, আবাসিক ও বাণিজ্যিক ভবনের লিফট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মেয়র। গতকাল থেকে নগরভবনের লিফটও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান মেয়র আরিফুল হক চৌধুরী। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তায় নগরীর সব বিপণিবিতানের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার রাখার নির্দেশও দিয়েছেন মেয়র। মার্কেটে প্রবেশের সময় ব্যবসায়ী ও ক্রেতাদের স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। এরপর থেকে সিলেটের কয়েকটি বিপণিবিতানে এ নির্দেশ কার্যকরও করা হয়েছে। জনসচেতনতা তৈরির পাশাপাশি নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজেও নেমেছেন আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে গত শনিবার রাতে তিনি জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে হযরত শাহজালাল (রহ.) দরগাহ সড়ক ধৌত করেন। একইভাবে সিলেট রেলওয়েস্টেশন, বাসটার্মিনাল, লালাবাজার, রিকাবিবাজার ও কাজিরবাজারসহ ব্যস্ততম কয়েকটি সড়কে জীবাণুনাশক ছিটান। মেয়র আরিফুল হক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাভাইরাস ঠেকাতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সিটি করপোরেশন নগরবাসীকে এ ব্যাপারে সচেতন করার চেষ্টা করছে। পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিপণিবিতান বন্ধ, লিফলেট ব্যবহারে নিরুৎসাহিতকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দিচ্ছে। তবে সবার সহযোগিতা ছাড়া এ দুঃসময়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
সিলেটের মেয়র আরিফ লড়ছেন
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর