করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো ও জনসচেতনতা তৈরিতে মাঠে নেমেছেন সিলেট সিটি করপোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরী। রাস্তায় জীবাণুনাশক ছিটানো, তিন দিনের জন্য বিপণিবিতান বন্ধ রাখা, বিপণিবিতানে আসা ক্রেতাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানো ও লিফট ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। করোনা প্রতিরোধে মেয়রের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সিলেটের সচেতন মহল। সারা বিশ্বে এখন একটাই আতঙ্ক করোনাভাইরাস। মরণঘাতী এ ভাইরাস ঠেকাতে দাবি উঠেছে সারা দেশ লকডাউনের। কিন্তু এখনো এ ব্যাপারে সরকারি কোনো সিদ্ধান্ত আসেনি। প্রবাসী অধ্যুষিত সিলেটেও লকডাউনের দাবি উঠেছে বেশ জোরেশোরে। জনদাবির পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আগামীকাল মঙ্গলবার থেকে তিন দিন সিলেট নগরীর সব বিপণিবিতান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। তার অনুরোধে বৈঠকে বসছেন বিপণিবিতানগুলোর ব্যবসায়ীরা। মেয়র আশাবাদী জনস্বার্থের কথা বিবেচনা করে ব্যবসায়ীরা তিন দিন সব বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখবেন। এ ছাড়া সিলেট নগরীর সব বিপণিবিতান, আবাসিক ও বাণিজ্যিক ভবনের লিফট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মেয়র। গতকাল থেকে নগরভবনের লিফটও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান মেয়র আরিফুল হক চৌধুরী। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তায় নগরীর সব বিপণিবিতানের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার রাখার নির্দেশও দিয়েছেন মেয়র। মার্কেটে প্রবেশের সময় ব্যবসায়ী ও ক্রেতাদের স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। এরপর থেকে সিলেটের কয়েকটি বিপণিবিতানে এ নির্দেশ কার্যকরও করা হয়েছে। জনসচেতনতা তৈরির পাশাপাশি নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজেও নেমেছেন আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে গত শনিবার রাতে তিনি জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে হযরত শাহজালাল (রহ.) দরগাহ সড়ক ধৌত করেন। একইভাবে সিলেট রেলওয়েস্টেশন, বাসটার্মিনাল, লালাবাজার, রিকাবিবাজার ও কাজিরবাজারসহ ব্যস্ততম কয়েকটি সড়কে জীবাণুনাশক ছিটান। মেয়র আরিফুল হক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাভাইরাস ঠেকাতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সিটি করপোরেশন নগরবাসীকে এ ব্যাপারে সচেতন করার চেষ্টা করছে। পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিপণিবিতান বন্ধ, লিফলেট ব্যবহারে নিরুৎসাহিতকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দিচ্ছে। তবে সবার সহযোগিতা ছাড়া এ দুঃসময়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
সিলেটের মেয়র আরিফ লড়ছেন
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর