করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য লকডাউন করে দেওয়ায় সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বিকাল ৫টা থেকে আগামী ২৭ মার্চ বিকাল ৫টা পর্যন্ত চলবে এই লকডাউন। তবে দুই দেশের নাগরিকদের পাসপোর্টযোগে স্ব-স্ব দেশে ফিরে আসা এবং বন্দর থেকে মালামাল খালাস প্রক্রিয়া অব্যাহত থাকবে। রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, লকডাউনের সময়ে কলকাতাসহ অন্য শহরগুলোতে আপদকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সবকিছু বন্ধ হচ্ছে। ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, রাজ্য সরকার কলকাতাসহ আশপাশের শহরগুলোতে ২৩-২৭ মার্চ লকডাউন ঘোষণা করায় সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। ২৮ মার্চ সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে বলে তিনি জানান। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, করোনাভাইরাসের কারণে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে পেট্রাপোল- বেনাপোল বন্দর টানা ৫ দিন বন্ধ থাকার কারণে দুই দেশের ব্যবসায়ীদের শত শত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হবে। বন্দর এলাকার দুই পাশে পণ্যবাহী শতশত ট্রাক আটকা থাকবে। বন্দর এলাকার দুই পাশে তৈরি হবে ভয়াবহ যানজট। এ সময় সরকারের প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। তবে এ সময় বন্দর থেকে মালামাল খালাস প্রক্রিয়া অব্যাহত থাকবে। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল ইসলাম জানান, সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে কোনো আদেশ বেনাপোল কাস্টমস হাউস এখনো পায়নি।
শিরোনাম
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
বেনাপোলে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর