শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

সমন্বিত উদ্যোগ নিলেই কৃষক আবার ঘুরে দাঁড়াতে পারবে

- কৃষিবিদ হামিদুর রহমান

সমন্বিত উদ্যোগ নিলেই কৃষক আবার ঘুরে দাঁড়াতে পারবে

কৃষি মন্ত্রণালয়ের এপিএ বিশেষজ্ঞ পুলের সদস্য ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড়ের আগে লকডাউন পরিস্থিতির কারণে কেনা বেচার আড়ত সংকুচিত হয়েছে। পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এবং বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট জনবলের অংশগ্রহণ কমেছে। তাই কৃষককে ঘুরে দাঁড়াতে এখনই সহায়তা প্রয়োজন। সরকার ঘোষিত স্বল্প সুদের বা মাত্র ৪ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকা দ্রুত কৃষকের কাছে পৌঁছাতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি একথা বলেন। কৃষিবিদ মো. হামিদুর রহমান আরও বলেন, কৃষি পণ্যের ও উপকরণের পরিবহন ও বাজারজাতকরণ নির্বিঘ্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমন্বিত উদ্যোগ নিলেই কেবল কৃষক আবার ঘুরে দাঁড়াতে পারবে।

সর্বশেষ খবর