সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ নিয়ে চারজন মৃত্যুবরণ করেছেন। তাদের মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাগুলোয়। তাদের বাড়িঘর এলাকা লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই যুবক মারা গেছেন। তারা গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ নাগাইশ গ্রামের মুরাদ বাড়ির দেলোয়ার হোসেন (৩৫) তিন মাস আগে সিঙ্গাপুর থেকে আসেন। কিছুদিন যাবত ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। গত বুধবার তার শ্বাসকষ্ট হলে তার পরিবারের লোকজন কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে না রাখলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মারা যান। এছাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের মন্তু মিয়ার ছেলে রকিবুল ৭/৮ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। গত কয়েকদিন ধরে জ্বর ছিল তার। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা জানান, সরকারি নির্দেশনা মোতাবেক মৃত দুই যুবকের দাফন কাজ সম্পন্ন করা হয়। মৃত দুই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর গ্রামে গতকাল করোনা উপসর্গ নিয়ে সুদর্শন দেবনাথ (৩৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি চকরহিমাপুর গ্রামের নিবারণ দেবনাথের ছেলে ও গোবিন্দগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী। গত ১৫ মে থেকে সুদর্শন জ্বর ও সার্দি কাশিতে ভুগছিলেন। গতকাল সকালে তার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম রাশেদ জানান, সুদর্শন নামের ব্যক্তির সর্দি জ্বর ও কাশিসহ অসুস্থতা থাকায় খবর পেয়ে ১৮ মে তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। তিনি করোনা আক্রান্ত কি-না তা জানতে নমুনা রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট আশার আগেই তার মৃত্যু হয়। বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ওই শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জসীম উদ্দিন। তিনি বলেন, সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে আইসোলেশনে শিশুসহ চারজন ভর্তি হয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবারই উপসর্গ রয়েছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ