প্রাণঘাতী করোণাভাইরাসের ভয়ঙ্কর থাবায় দেশে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন ডজন ডজন মানুষ। আর সেই মৃতের তালিকায় যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিল্পপতি, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনীতিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, আইনজীবী থেকে স্বাস্থ্যকর্মী- সব শ্রেণি-পেশার মানুষ। গতকালও সারা দেশ থেকে এমন বেশ কয়েকটি মৃত্যুর খবর সামনে এসেছে। কেউ করোনায় মারা গেছেন, কেউ মারা গেছেন উপসর্গ নিয়ে। গতকাল সকালে নোয়াখালীর সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন (৪৪) নামের একজন মুয়াজ্জিন মারা গেছেন। উপজেলার কাবিলপুর ইউনিয়নে উত্তর সাহাপুর গ্রামে ভাড়াবাসায় তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, করোনা উপসর্গ থাকায় উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসেনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৩ মে রিপোর্টে তার নমুনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। গতকাল সকালে মারা যান তিনি। সুনামগঞ্জের ছাতকে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হক নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে গতকাল। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এটিই প্রথম মৃত্যু। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) লাইব্রেরির সহকারী লাইব্রেরিয়ান মো. আসাদুজ্জামান গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এর আগে সুপ্রিম কোর্টের এক আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। একইভাবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আয়া হাসিনা বেগমের মৃত্যু হয়েছে। এক দিন আগেই তিনি ওই হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এদিকে প্লাজমা থেরাপি দিয়েও বাঁচানো যায়নি করোনা আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদকে। গত রবিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে মারা যান তিনি। করোনায় অন্যতম ঝুঁকিতে আছেন অন্তঃসত্ত্বা নারীরা। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে ১৯ বছরের এক অন্তঃসত্ত্বা মারা গেছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল