মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় মারা গেলেন ঢাবি শিক্ষক স্বাস্থ্যকর্মী মুয়াজ্জিন

নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোণাভাইরাসের ভয়ঙ্কর থাবায় দেশে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন ডজন ডজন মানুষ। আর সেই মৃতের তালিকায় যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিল্পপতি, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনীতিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, আইনজীবী থেকে স্বাস্থ্যকর্মী- সব শ্রেণি-পেশার মানুষ। গতকালও সারা দেশ থেকে এমন বেশ কয়েকটি মৃত্যুর খবর সামনে এসেছে। কেউ করোনায় মারা গেছেন, কেউ মারা গেছেন উপসর্গ নিয়ে। গতকাল সকালে নোয়াখালীর সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন (৪৪) নামের একজন মুয়াজ্জিন মারা গেছেন। উপজেলার কাবিলপুর ইউনিয়নে উত্তর সাহাপুর গ্রামে ভাড়াবাসায় তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, করোনা উপসর্গ থাকায় উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসেনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৩ মে রিপোর্টে তার নমুনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। গতকাল সকালে মারা যান তিনি। সুনামগঞ্জের ছাতকে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হক নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে গতকাল। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এটিই প্রথম মৃত্যু। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) লাইব্রেরির সহকারী লাইব্রেরিয়ান মো. আসাদুজ্জামান গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এর আগে সুপ্রিম কোর্টের এক আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। একইভাবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আয়া হাসিনা বেগমের মৃত্যু হয়েছে। এক দিন আগেই তিনি ওই হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এদিকে প্লাজমা থেরাপি দিয়েও বাঁচানো যায়নি করোনা আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদকে। গত রবিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে মারা যান তিনি। করোনায় অন্যতম ঝুঁকিতে আছেন অন্তঃসত্ত্বা নারীরা। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে ১৯ বছরের এক অন্তঃসত্ত্বা মারা গেছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সর্বশেষ খবর