মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না গেলে প্রাথমিকে অটোপ্রমোশন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রকোপের কারণে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা যাবে তা বিবেচনা করে পরীক্ষা বা অটোপ্রমোশনের সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে করোনার এই সময়ে প্রাথমিকের বিভিন্ন শ্রেণির জন্য সংশোধিত লেসন প্লান তৈরি করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি-নেপ। এ প্লান মতে-অক্টোবরে করোনা স্বাভাবিক হলে, স্কুল খোলা সম্ভব হলে ১৯ ডিসেম্বর পর্যন্ত ক্লাস চলবে স্কুলগুলোতে। এরপর পরীক্ষা বা মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। এছাড়া নভেম্বরে স্কুল খোলা গেলে ৪০ দিন  পাঠদান করে মূল্যায়ন করা হবে ছাত্র-ছাত্রীদের। তবে করোনার কারণে এর মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না গেলে অটোপ্রমোশন দেওয়া হবে শিক্ষার্থীদের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন সম্প্রতি প্রতিবেদককে বলেন, করোনাপরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। করোনার কারণে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না যায়, সেক্ষেত্রে পরীক্ষা বা মূল্যায়ন করা সম্ভব হবে না। তখন পরবর্তী ক্লাসের জন্য প্রমোশন দেওয়া হবে। প্রসঙ্গত, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ছুটি চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।

সর্বশেষ খবর