শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আক্রান্তের সংখ্যা পৌঁছাল সোয়া ৩ কোটিতে

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে অন্তত সোয়া তিন কোটি। আর মৃতের সংখ্যা হয়েছে ৯ লাখ ৮৪ হাজার প্রায়। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৪০ হাজার প্রায়, মৃত্যু ২ লাখ ৭ হাজারের বেশি; দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৩১ হাজার ও মৃত্যু প্রায় ৯২ হাজার; তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৪৬ লাখ ২৮ হাজার ও মৃত্যু ১ লাখ ৩৯ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে রয়েছে ভারত। এর পরের অবস্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। গত বুধবারের হিসাব অনুযায়ী, ভারতে এদিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৬৮৮ জন এবং মারা গেছেন ১ হাজার ১৫২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬১৬ জন ও মারা গেছেন ১ হাজার ১১২ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ৯০৬ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৩১ জন ও মারা গেছেন ১৫০ জন। এদিন বিশ্বে মোট আক্রান্ত হন ৩ লাখ ১৫ হাজার ৭০০ জন ও মারা যান ৬ হাজার ৩৩৩ জন। মহাদেশ অনুযায়ী, এ পর্যন্ত উত্তর ও দক্ষিণ আমেরিকা মিলে আক্রান্তের সংখ্যা হয়েছে ১ কোটি ৬৩ লাখ প্রায় এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ২৩৮ জনের। ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৫ লাখ ৯৭ হাজার ৩২০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১২ জনের। এশিয়ায় আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮ লাখ ১৩ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৪৪১ জন। আফ্রিকায় আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪ লাখ ৩৬ হাজার ৪৩৩ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৫৮৩ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর