বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি

------ তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি বেসরকারি খাতে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়। এটি প্রথম যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি এ বিশ্ববিদ্যালয় তার প্রথম অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘ফল ২০২০’ সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাসেম। অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক জামিল আহমেদ।

মন্ত্রী মো. তাজুল ইসলাম বক্তব্যে আরও বলেন, আগামী প্রজন্মকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যেন তারা বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে পারে। উন্নত দেশ গড়ার জন্য আমাদের উন্নত মানুষ প্রয়োজন। আমাদের পরবর্তী প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের অবস্থান তৈরিসহ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পাঠদানের বিষয় নির্ধারণে জোর দেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, যারা নর্থ সাউথে ভর্তির সুযোগ পেয়েছে তারা ভাগ্যবান। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় বলতে এখনো নর্থ সাউথকেই বোঝায়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। শিক্ষার্থীদের এই সময়ের সঠিক ব্যবহার করে নিজেকে তৈরি করতে হবে। অনেক শিক্ষার্থী জঙ্গিবাদের দিকে ঝুঁকছে। এ ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। ছাত্র-ছাত্রীদের নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এম এ কাসেম বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরিতে বদ্ধপরিকর। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিনরাও বক্তব্য দেন। ভার্চুয়াল মাধ্যমের এ অনুষ্ঠানে অংশ নেন নবীন শিক্ষার্থীরাও। উল্লেখ্য, এবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ৪টি অনুষদের ১৬টি বিভাগে প্রায় ১ হাজার শিক্ষার্থী স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন।

সর্বশেষ খবর