গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সারা জীবন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেছেন। আমরাও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। করোনা দুর্যোগ মোকাবিলায় দলীয় সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির সহযোগিতায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে নিরলসভাবে মানুষের সেবা করেছেন। করোনার এই দুঃসময়ে আওয়ামী লীগ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে তা অন্য কোনো দলকে করতে দেখা যায়নি। জেলা আওয়ামী লীগ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করা হয়েছে। করোনাকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের মূল রাজনীতি ছিল মানুষের সেবা করা। মানুষের পাশে দাঁড়ানো। জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রগণ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে এক সঙ্গে মানুষের জন্য কাজ করেছেন। এ ছাড়া আমাদের অনেক নেতা-কর্মী ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকার দায়িত্ব নিয়ে অসহায় মানুষের সাহায্য-সহযোগিতা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর মাস থেকে শুরু করে অদ্যবধি করোনা মোকাবিলায় আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। এ ছাড়া রমজান মাসে মানুষের মধ্যে ইফতার ও খাবার বিতরণ করা হয়েছে। করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মানুষের মধ্যে লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। বাজার ও হাসপাতালগুলোতে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। মধ্যবিত্ত পরিবারের যারা খাবার চাইতে পারে না, তাদের আমরা রাতের অন্ধকারে বাসায় খাবার পৌঁছে দিয়েছি। এ ছাড়া আমাদের পাঁচটি উপজেলায় সব গ্রামে মানুষের বাড়িতে কয়েক দফা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম এমপি ও লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপির ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কয়েক দফায় পৌঁছে দেওয়া হয়, যাতে মানুষের খাদ্যকষ্ট না হয়। করোনাকালে জেলা আওয়ামী লীগ সব শ্রেণি-পেশার মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে।
শিরোনাম
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
আওয়ামী লীগ মানুষের পাশে ছিল, থাকবে
-মাহাবুব আলী খান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
২৪ মিনিট আগে | রাজনীতি