রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জাহাঙ্গীরনগর নর্থ সাউথের ছাত্রসহ বগুড়ায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় জাহাঙ্গীরনগর ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ চারজনকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের দাবি- নাশকতার পরিকল্পনাকালে শুক্রবার রাত দেড়টায় শিবগঞ্জ উপজেলার ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আহম্মেদ (২৫), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতিকুর রহমান (২৮), টাঙ্গাইলের জাকারিয়া জামিল (৩১) ও ময়মনসিংহ সদরের আবু সাঈদ (৩২)। গতকাল ১০ দিনের রিমান্ড আবেদন করে বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সদর দফতরের এলআইসি শাখার সহযোগিতায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

গতকাল দুপুরে বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন বলেন, আটক ব্যক্তিরা নব্য জেএমবির সক্রিয় কর্মী। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ, ওয়ানগান শুটার, চাপাতি, তিনটি চাকু, এক কেজি বিস্ফোরক তৈরির পাউডার এবং গ্রেনেড তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এর মধ্যে তানভীর নব্য জেএমবির আইটি শাখার সদস্য, জাকারিয়া জামিল মিডিয়া শাখার প্রধান, আতিকুর রহমান ও আবু সাঈদ সক্রিয় সদস্য। পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, আটক জঙ্গিদের বিরুদ্ধে জেলার শিবগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর