শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে প্রথম দিনে দরপতন দিয়ে শুরু হয়েছিল সপ্তাহের লেনদেন। উত্থানে শেষ হয়েছে সপ্তাহ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকায় পাঁচ দিন লেনদেনের তিন দিনই সূচক বেড়েছে। জানা গেছে, চলতি সপ্তাহের প্রথম দিন শেষে ডিএসইর সূচক ছিল ৪৮৪৫ পয়েন্ট। পরদিন দরপতনে সূচক ৪৮১৭ পয়েন্টে নামে। পরের তিন দিন উত্থান হয়েছে। সর্বশেষ ডিএসইর সূচক বেড়ে ৪৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল শেষ দিনে ডিএসই লেনদেনে অংশ নেওয়া ১২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৯টির এবং ৯৬টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিন বুধবার লেনদেন হয় ৬০৬ কোটি ৭৪ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ারের। কোম্পানিটির ৫৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ৫০ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৩ কোটি ২৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স। আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৮ প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর