শিরোনাম
রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পেট্রোল পাম্পে সহকর্মীদের আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জুরাইনে পেট্রোল পাম্পে অকটেন ঢেলে সহকর্মীদের দেওয়া আগুনে দগ্ধ হওয়া রিয়াদ হোসেন (২০) মারা গেছেন। গতকাল ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ২৪ নভেম্বর ভোর পৌনে ৪ টার দিকে এস আহমেদ পেট্রোল পাম্পে রিয়াদের শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, পেট্রোল পাম্পে রাতে ৪ জন অপারেটর ডিউটি করছিলেন। তাদের মধ্যে মাহমুদুল হাসান ইমন (২২) নামের এক অপারেটর ঘুমিয়ে পড়েন। রিয়াদ তাকে ঘুম থেকে ডাকার সময় তার গায়ে অকটেন ছিটিয়ে দেন। এতে ইমন পাল্টা রিয়াদের গায়ে অকটেন ঢেলে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেন। এতে রিয়াদের শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়। এ ঘটনায় রিয়াদের বাবা মামলা করেন। মামলার পরই ইমনসহ অন্য দুই অপারেটর পাভেল (২৮) ও রনিকে (১৮) গ্রেফতার করা হয়। জানা গেছে, রিয়াদের বাবা ফরিদ মিয়া গাড়িচালক। বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য পড়াশোনার পাশাপাশি পেট্রোলপাম্পে পার্টটাইম চাকরি নিয়েছিলেন রিয়াদ। তিনি সিদ্ধেশ্বরী কলেজে অনার্সের শিক্ষার্থী ছিলেন। গত ৪ নভেম্বর ৫ হাজার টাকা বেতনে জুরাইনে এস আহমেদ পেট্রোল পাম্পে চাকরি নিয়েছিলেন রিয়াদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর