মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন ২৬ মার্চ

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের ২৬ মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। গতকাল মন্ত্রীর সঙ্গে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী জানান, উদ্বোধন উপলক্ষে একটি খালি ওয়াগন চিলাহাটি থেকে হলদিবাড়ী যাবে। পরে মালবাহী ট্রেন এই রুটে চালানো হবে। রেলপথ মন্ত্রী ঢাকা-শিলিগুড়ি নতুন ট্রেন চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান। রেলপথ মন্ত্রী জানান, ২০২২ সালের শেষের দিকে ঢাকা থেকে কক্সবাজার নতুন ট্রেন চালানো হবে। তিনি বলেন, ডবল লাইন ছাড়া রেলপথের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। কাজেই সারা দেশের গুরুত্বপূর্ণ লাইনগুলোকে ডবল লাইনে উন্নত করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ সাক্ষাতের সময় রেলপথ সচিব মো. সেলিম রেজা এবং রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর