শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বেড়াতে এসে ছিনতাইকারীর ছুরিতে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিসান হাবিব (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় রুহুল আমিন (১৭) নামে আরেক শিক্ষার্থী আহত হয়। বুধবার মধ্যরাতে উত্তরার আবদুল্লাহপুরে এ ঘটনা ঘটে। বাসে করে আবদুল্লাহপুর বাজারের কাছাকাছি পৌঁছাতেই জানালা দিয়ে এক ছিনতাইকারী তার ব্যবহৃত মোবাইল ফোন সেটটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন বাস থেকে নেমে জিসান ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলেন। এ সময় ছিনতাইকারী জিসান ও রুহুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতকাল উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, জিসান হাবিব ঢাকায় বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় বাসটি আবদুল্লাহপুর দাঁড়িয়ে ছিল। ওই ছিনতাইকারীকে গ্রেফতারসহ বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

ঢামেক হাসপাতালসূত্র জানান, জিসান হাবিব নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বিহেরগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী আবুল বাশারের ছেলে। স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। দুই ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয় জিসান। আর রুহুল আমিন ধামরাইয়ের ইসলামপুরে ইকরা মডেল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি ধামরাইয়ের পাঠানতলায়। তারা একে অন্যের আত্মীয়। ৭ নভেম্বর নোয়াখালী থেকে ধামরাইয়ে ফুপুবাড়ি বেড়াতে আসেন জিসান। বুধবার রাতে ফুপু আসমা বেগমের সৌদি যাওয়ার ফ্লাইট ছিল। জিসান আর রুহুল আমিন তাকে বিমানবন্দর পৌঁছে দিয়ে ক্ল্যাসিক পরিবহনের একটি বাসে নবীনগর ফিরছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর