যশোর সদর উপজেলার বালিয়াভেকুটিয়া গ্রামে কবরস্থানে টিস্যু পেপার ফেলার ঘটনায় বেনু বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত বেনু বালিয়াভেকুটিয়া গ্রামের বাসারত হোসেনের স্ত্রী।
নিহতের ভাই আতিকুর রহমান জানান, তার বোনের পরিবারে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই বিরোধ লেগে থাকত। রবিবার বিকালে পারিবারিক কবরস্থানে টিস্যু পেপার ফেলাকে কেন্দ্র করে দেবর সেলিমের স্ত্রী আবেদা খাতুনের সঙ্গে কথা কাটাকাটি হয়। আবেদা একপর্যায়ে বেনুর মাথার চুল ধরে মারপিট ও ইট দিয়ে বুকে আঘাত করে। গুরুতর আহত হন তিনি। পরে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, হাসপাতালে আনার আগেই বেনু বেগমের মৃত্যু হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণ ও ঘাড়ে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই প্রণব কুমার বিশ্বাস বলেন, হত্যার ব্যাপারে দুপুর পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে পুলিশ বিষয়টি খোঁজ নিয়ে দেখছে।