শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জেলের জালে একঝাঁক ভোলা মাছ, ৬ লাখ টাকায় বিক্রি

সাতক্ষীরা প্রতিনিধি

জেলের জালে একঝাঁক ভোলা মাছ, ৬ লাখ টাকায় বিক্রি

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন রেঞ্জের রায়মঙ্গল নদীতে জেলের জালে ধরা পড়েছে ১২৬টি ভোলা মাছ। প্রত্যেকটি মাছের ওজন ৭-২০ কেজি পর্যন্ত। জেলে রফিকুল ইসলাম ৫৯০ টাকা কেজি দরে মাছগুলো বিক্রি করে পেয়েছেন ৫ লাখ ৯০ হাজার টাকা। একত্রে মোটা অঙ্কের টাকা পেয়ে রফিকুল ইসলামের পরিবারে বইছে আনন্দের জোয়ার।

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সুন্দরবন সংলগ্ন রায়মঙ্গল নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরের দিকে নদীতে জোয়ার আসে। সেই জোয়ারে ফেলা জালে ধরা পড়ে এক ঝাঁক লাউভোলা মাছ। ১২৬টি মাছের ওজন হয়েছে প্রায় এক হাজার ৫১ কেজি। তিনি পাঁচ লাখ ৯০ হাজার টাকায় মাছগুলো বিক্রি করেছেন। একই এলাকার মাছ ব্যবসায়ী নূর হোসেন গাজী মাছগুলো কিনেছেন। শ্যামনগর বংশীপুর সোনার মোড় এলাকার মদিনা ফিশের মালিক হারুনুর রশিদ জানান, মাছ ব্যবসায়ী নূর হোসেন গাজী আমার মৎস্যসেটে মাছগুলো ছয় লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে গেছেন। সামুদ্রিক মাছ হিসেবে ভোলামাছ খেতে বেশ সুস্বাদু। এ মাছের ফুলকা ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। যে কারণে স্বাদের পাশাপাশি এই মাছের চাহিদা ও দাম চড়া হওয়ার মূল কারণ হলো গ্রেড অনুযায়ী প্রতি কেজি ফুলকার মূল্য ২৫-৩০ হাজার টাকা। ভোলা মাছের ফুলকা দিয়ে প্রসাধনী ও মূল্যবান ওষুধ তৈরি হয়।

সর্বশেষ খবর