মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পার পেয়ে যাওয়ার একটি সংস্কৃতি চলে এসেছে

-খুশী কবির

পার পেয়ে যাওয়ার একটি সংস্কৃতি চলে এসেছে

উদ্বেগের বিষয় হচ্ছে করোনার সময় ধর্ষণসহ নারীর ওপর হিংস্রতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আর এ ধরনের হিংস্র অবস্থা আগে কখনো দেখিনি। এর কারণ সমাজে এখন পার পেয়ে যাওয়ার একটি সংস্কৃতি চলে এসেছে। অর্থাৎ সমাজে বিচারহীনতার সংস্কৃতি চলছে। মানবাধিকার কর্মী খুশী কবির গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে মহামারীতে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। পারিবারিক সহিংসতা বৃদ্ধির পেছনে সাধারণ ছুটির সময় স্বামী-স্ত্রীর কাজ না থাকা এবং ঘরে কর্মহীন বসে থাকা দায়ী। সে সময় কাজ না থাকায় খাবারের অভাবে অসহায় ও দুর্বল নারীর ওপর অনেক স্বামীই শারীরিক ও মানসিক নির্যাতন   চালান। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের কিছু দুর্বলতা আছে। ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিলেই হবে না। আমাদের খুঁজে বের করতে হবে কেন ধর্ষণের বিচারগুলো তুলনামূলক কম হচ্ছে। এর কারণ হিসেবে ১৭টি সংস্থা মিলে ১০টি পয়েন্টও চিহ্নিত করেছে। আর এ সমস্যাগুলোর সমাধান যদি বের করা না যায় তাহলে সমাজে ধর্ষণের মতো অপরাধ কমবেও না।

সর্বশেষ খবর