মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
জাকাতের অর্থ আত্মসাৎ

আদেশ বাতিল চেয়ে সাঈদীর আবেদন

নিজস্ব প্রতিবেদক

জাকাতের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাই কোর্টে রিভিশন আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় সাঈদীর পক্ষে এ আবেদন করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। গত ১১ জানুয়ারি জাকাতের অর্থ আত্মসাতের মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক সৈয়দা হোসনে আরা এই আদেশ দেন। আগামী ১৭ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে আদালত। মামলার নথি অনুযায়ী, জাকাতের ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালে ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের তৎকালীন পরিচালক আইয়ুব আলী চৌধুরী দেলাওয়ার হোসাইন সাঈদীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল সাঈদীসহ সাতজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী আদালতে অভিযোগপত্র জমা দেন।

সর্বশেষ খবর