বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জনগণের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশ শাসনে নজিরবিহীন ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় কারাগারে পাঠাতে উন্মাদ হয়ে গেছে। সরকারের সব অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ছেড়ে দেওয়া না হলে এ সরকারের রাজসিংহাসন যে কোনো মুহূর্তে দুমড়ে মুচড়ে ফেলবে মানুষ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে ‘অসত্য ও বানোয়াট মামলায়’ বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আলহাজ সালাহউদ্দিন আহমেদকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের এবং জামিন নামঞ্জুর যেন বর্তমান সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপি নেতা-কর্মীদের কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরিন করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় সালাহউদ্দিন আহমেদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। বিবৃতিতে অবিলম্বে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

সর্বশেষ খবর