রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মঞ্চে ধূম্রজ্বালা

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চে ধূম্রজ্বালা

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো শৌখিন থিয়েটারের নাটক ‘ধূম্রজ্বালা’। গত সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এটি ছিল দলটির চতুর্থ প্রযোজনার তৃতীয় মঞ্চায়ন। অপূর্ব কুমার কুন্ডু রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন হামিদুর রহমান পাপ্পু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জাবেদ হামিদ, প্রিয়াংকা, নাইম, আবদুল্লাহ আল নোমান, সাকিব, ফারহানা হামিদ, আজমিরা, ইউসা, আবিদা সুলতানা, জুয়েল, সানোয়ার, শাওন সুমন, মো. তারেক, হামিদুর রহমান পাপ্পু প্রমুখ।

খেয়ালীর সাংস্কৃতিক জাগরণ : স্বাধীনতার               সুবর্ণজয়ন্তী উদ্যাপনে ‘সংস্কৃতির ছোঁয়ায় অবক্ষয় ঘুচে জাগ্রত হোক মানবতা’ স্লোগানে সাংস্কৃতিক জাগরণ শুরু করতে যাচ্ছে খেয়ালী নাট্যগোষ্ঠী। গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দলটি তাদের অনুষ্ঠানের সূচনা করে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন দলের প্রধান শাহীন আহমেদ ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ ও অ্যাডভোকেট সানজিদা খানম। অনুষ্ঠানমালার অংশ হিসেবে ৬ মার্চ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দলটি মঞ্চায়ন করবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’। রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরেও মঞ্চায়ন করা হবে নাটকটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর