রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি

সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টের শ্রমিকরা। গতকাল সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় অবস্থিত কিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছি। দাবি আদায়ের জন্যই বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক বন্ধ করে দিয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজের অর্ডার কম থাকা, মালিক দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা এবং ব্যাংক থেকে টাকা না পাওয়ায় বেতন প্রদানে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিল্প পুলিশ-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর বলেন, বেশ কিছু শ্রমিক বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ যায়। পরে আমরা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। কারখানাটির জিএম সেলিম রেজা বলেন, ২৫ ফেব্রুয়ারি শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংক চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় শ্রমিকদের অর্ধেক বেতন দেওয়া হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন খান বলেন, মালিক শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রেখেছে। এ ঘটনায় কারখানাটির ৫ শতাধিক শ্রমিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভিতরে এনে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আলোচনা করছি। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, বকেয়া  বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ  মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর