করোনা প্রতিরোধে টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীরা ঘরের ভিতরে অথবা মিলনায়তনে মাস্ক এবং সামাজিক দূরত্ব ছাড়াই পরস্পরের কাছাকাছি আসতে পারবেন। অর্থাৎ নিজ নিজ বাড়িতেও টিকা গ্রহণকারী সবাই স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারবেন। সোমবার এমন স্বস্তিদায়ক দিক-নির্দেশনা দিয়েছে ফেডারেল স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন)-এর পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, দাদা-দাদি অথবা নানা-নানিরা টিকা গ্রহণের পর কম বয়েসী সুস্থ নাতি-নাতনির সান্নিধ্যে আসতে পারবেন। একইভাবে টিকা গ্রহণকারীরা কম বয়েসী সন্তানের সঙ্গেও বাসায় মেলামেশা করতে পারবেন। এ দিক-নির্দেশনার পর টিকা গ্রহণকারীরা স্বস্তিবোধ করছেন স্বাভাবিক জীবনে ফেরার দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে ভেবে। সিডিসির পরিচালক রচেলে ওয়ালেনস্কি বলেছেন, স্বাভাবিক জীবনে ফিরতে এসব দিক-নির্দেশনায় মূলত বিজ্ঞান এবং জনস্বাস্থ্য সুরক্ষার নীতিমালা প্রভাব ফেলছে। এভাবে সবাই টিকা নিতে সক্ষম হলে দ্রুততম সময়ে স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম হবে। ওয়ালেনস্কি উল্লেখ করেন, আজকের এ নির্দেশনা হচ্ছে সুদিনে প্রত্যাবর্তনের প্রথম ধাপ। তবে এটি চূড়ান্ত গন্তব্যে পৌঁছা নয়। উল্লেখ্য, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৯ ভাগ পরিপূর্ণ ডোজ গ্রহণ করেছেন। সে সংখ্যা ৩ কোটি ১০ লাখ। সিডিসি বলেছে, বাইরে চলাফেরায় মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্বও মেনে চলতে হবে। কারণ এখনো অধিকাংশ মানুষই পরিপূর্ণ টিকা নিতে সক্ষম হননি। এদিকে, নিউইয়র্কের হাই স্কুলগুলোর ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২২ মার্চ। তবে ক্লাস চলবে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে। ৮ মার্চ সিটি মেয়র বিল ডি ব্লাজিয়ো এ ঘোষণা দেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ