করোনা প্রতিরোধে টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীরা ঘরের ভিতরে অথবা মিলনায়তনে মাস্ক এবং সামাজিক দূরত্ব ছাড়াই পরস্পরের কাছাকাছি আসতে পারবেন। অর্থাৎ নিজ নিজ বাড়িতেও টিকা গ্রহণকারী সবাই স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারবেন। সোমবার এমন স্বস্তিদায়ক দিক-নির্দেশনা দিয়েছে ফেডারেল স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন)-এর পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, দাদা-দাদি অথবা নানা-নানিরা টিকা গ্রহণের পর কম বয়েসী সুস্থ নাতি-নাতনির সান্নিধ্যে আসতে পারবেন। একইভাবে টিকা গ্রহণকারীরা কম বয়েসী সন্তানের সঙ্গেও বাসায় মেলামেশা করতে পারবেন। এ দিক-নির্দেশনার পর টিকা গ্রহণকারীরা স্বস্তিবোধ করছেন স্বাভাবিক জীবনে ফেরার দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে ভেবে। সিডিসির পরিচালক রচেলে ওয়ালেনস্কি বলেছেন, স্বাভাবিক জীবনে ফিরতে এসব দিক-নির্দেশনায় মূলত বিজ্ঞান এবং জনস্বাস্থ্য সুরক্ষার নীতিমালা প্রভাব ফেলছে। এভাবে সবাই টিকা নিতে সক্ষম হলে দ্রুততম সময়ে স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম হবে। ওয়ালেনস্কি উল্লেখ করেন, আজকের এ নির্দেশনা হচ্ছে সুদিনে প্রত্যাবর্তনের প্রথম ধাপ। তবে এটি চূড়ান্ত গন্তব্যে পৌঁছা নয়। উল্লেখ্য, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৯ ভাগ পরিপূর্ণ ডোজ গ্রহণ করেছেন। সে সংখ্যা ৩ কোটি ১০ লাখ। সিডিসি বলেছে, বাইরে চলাফেরায় মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্বও মেনে চলতে হবে। কারণ এখনো অধিকাংশ মানুষই পরিপূর্ণ টিকা নিতে সক্ষম হননি। এদিকে, নিউইয়র্কের হাই স্কুলগুলোর ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২২ মার্চ। তবে ক্লাস চলবে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে। ৮ মার্চ সিটি মেয়র বিল ডি ব্লাজিয়ো এ ঘোষণা দেন।
শিরোনাম
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’