সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

কোয়ারেন্টাইনে জোর দিতে হবে

-ডা. মুশতাক হোসেন

কোয়ারেন্টাইনে জোর দিতে হবে

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেছেন, দেশে করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এ জন্য আক্রান্তদের আইসোলেশন করতে হবে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে জোর  দিতে হবে। এ কাজে সরকারি সহায়তা নিতে হবে। অসচ্ছল মানুষ কেউ কোয়ারেন্টাইনে থাকলে তাদের খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। শুধু যুক্তরাজ্য নয়, অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নজর দিতে হবে।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার পরিবর্তিত রূপ (ভ্যারিয়েন্ট) বিশ্বের ৮০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও রোগী শনাক্ত হয়েছে। কিন্তু আমরা শুধু যুক্তরাজ্য থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন করছি। এটা বৈষম্যমূলক ও অবৈজ্ঞানিক সিদ্ধান্ত। যে কোনো দেশ থেকে এলে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। নয় তো ওই ভ্যারিয়েন্ট আমাদের এখানেও ছড়িয়ে পড়বে। বদ্ধ ভেন্টিলেশনবিহীন জায়গায় করোনা দ্রুত ছড়ায়। বদ্ধ জায়গায় ফ্যান এবং এসির বাতাসে জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে। এ জন্য অফিসে মাস্ক ব্যবহার করতে হবে। অনেকে অফিসে মাস্ক ব্যবহার করলেও ক্যান্টিনে গিয়ে মাস্ক খুলে সবার সঙ্গে গল্প করেন, খাবার খান। এতে ঝুঁকি বাড়ে। এসব জায়গায় তো পুলিশের যাওয়া সম্ভব নয়। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।

সর্বশেষ খবর