নরসিংদীতে ট্রেনের ধাক্কায় একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সকালে বাদুয়ারচর রেল গেট এলাকায় অটোরিকশা নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম (৩৯) রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগরের পূর্বপাড়ার মো. ফজলুল হকের ছেলে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গতকাল ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে বাদুয়ারচর গেট বাজার এলাকার রেলক্রসিং অতিক্রম করছিল। তখন তাজুল ইসলাম অটোরিকশা নিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিন থেকে অটোরিকশা ও মরদেহটি উদ্ধার করা হয়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তাজুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।