শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গাবতলীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধে বন্ধ থাকা গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। প্রায় ঘণ্টাখানেক চলা এ অবরোধের কারণে রাস্তার উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট দেখা দেয়। 

গতকাল বেলা ১১টার দিকে শ্রমিকরা গাবতলী বাস টার্মিনালের সামনে অবস্থান নেন। সেখানে তারা রাস্তায় বসে পড়ে সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকেরা জানান, গণপরিবহন বন্ধ থাকায় তাদের সংসার চলছে না। এ সময় দ্রুত গণপরিবহন চালুর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ চার দফা দাবি জানিয়েছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

পরে বেলা ১২টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা আফরোজ জানান, সকাল ১০-১১টার দিকে পরিবহন শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন।

সেখানে কয়েকশ শ্রমিক ছিলেন তাদের বুঝিয়ে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর