আসছে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে গ্রামীণ উৎপাদন ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় নজর দিতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. মুরশিদ কুলি খান। তিনি বলেছেন, গ্রামীণ অর্থনীতি সচল না থাকলে সংকট কাটবে না। জনগণকে খাবারের নিশ্চয়তা দিতে হবে। দিতে হবে খাদ্যের নিরাপত্তা। গ্রামের মানুষের হাতে টাকার সরবরাহ বাড়াতে হবে। জোর দিতে হবে গ্রামের কল্যাণমূলক অর্থনীতির ওপর। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. মুরশিদ কুলি খান বলেন, বাংলাদেশের অর্থনীতির রূপান্তর গ্রামকে বাদ দিয়ে সম্ভব নয়। কাজেই বাংলাদেশের অগ্রযাত্রা নগরায়ণ আর নগরকেন্দ্রিক শিল্পায়নে আটকে থাকেনি। বাংলাদেশের প্রায় সব গ্রাম এখন নগরের সঙ্গে যুক্ত হতে পেরেছে। একই সঙ্গে মানুষের নিজেদের উদ্যোগ, সামাজিক পুঁজির প্রয়োগ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তার কথাও ভুললে চলবে না। ব্যক্তি খাতও পিছিয়ে নেই। তিনি বলেন, গ্রামেও এখন সেবা খাতের তৎপরতা প্রায় সমান দৃশ্যমান। চায়ের দোকান, কফিশপ, রেস্তোরাঁ, সেলুন, বিউটি পারলার, কিন্ডারগার্টেন স্কুল, কোচিং সেন্টার, হেলথ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সাইবার ক্যাফের উপস্থিতি এখন গ্রামাঞ্চলেও খুব স্বাভাবিক। জনসংখ্যা বৃদ্ধির কারণে মাথাপিছু কৃষিজমির পরিমাণ কমেছে ঠিকই, কিন্তু সেবা খাতের ব্যাপক প্রসারের মাধ্যমে গ্রামাঞ্চলে অকৃষি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তা সামাল দেওয়া গেছে ভালোভাবেই। তবে মহামারী করোনাভাইরাসের প্রভাবে গ্রামীণ অর্থনীতির এই খাতগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেই হারে ক্ষতিগ্রস্ত খাতগুলো প্রণোদনার অর্থ পায়নি। তাদের জন্য আসছে বাজেটে প্রণোদনা প্রদান অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর বলেন, চলমান করোনাজনিত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও আর্থিক অন্তর্ভুক্তির অভিযানের ওই ধারাবাহিকতা ধরে রেখে উদ্ভাবনী ও ডিজিটাল আর্থিক সেবার টেকসই প্রসার নিশ্চিত করতে হবে। আর এ ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে ‘অর্থনীতির রক্ষাকবচ’ কৃষি ও এসএমই খাতকে। প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সেবার আওতার বাইরে থাকা গ্রাহকদের কাছে সেবা পৌঁছাতে এমএফএস ও এজেন্ট ব্যাংকিং মডেলগুলোর কার্যকারিতা এরই মধ্যে প্রমাণিত। গ্রামীণ অর্থনীতিই বাংলাদেশের সার্বিক অর্থনীতিকে গতিময় ও স্থিতিশীল রাখতে মূল ইঞ্জিনের কাজ করবে।
শিরোনাম
- অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না : জিল্লুর রহমান
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
গ্রামীণ উৎপাদন-স্বাস্থ্যে নজর দিতে হবে
-ড. মুরশিদ কুলি খান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর