আসছে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে গ্রামীণ উৎপাদন ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় নজর দিতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. মুরশিদ কুলি খান। তিনি বলেছেন, গ্রামীণ অর্থনীতি সচল না থাকলে সংকট কাটবে না। জনগণকে খাবারের নিশ্চয়তা দিতে হবে। দিতে হবে খাদ্যের নিরাপত্তা। গ্রামের মানুষের হাতে টাকার সরবরাহ বাড়াতে হবে। জোর দিতে হবে গ্রামের কল্যাণমূলক অর্থনীতির ওপর। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. মুরশিদ কুলি খান বলেন, বাংলাদেশের অর্থনীতির রূপান্তর গ্রামকে বাদ দিয়ে সম্ভব নয়। কাজেই বাংলাদেশের অগ্রযাত্রা নগরায়ণ আর নগরকেন্দ্রিক শিল্পায়নে আটকে থাকেনি। বাংলাদেশের প্রায় সব গ্রাম এখন নগরের সঙ্গে যুক্ত হতে পেরেছে। একই সঙ্গে মানুষের নিজেদের উদ্যোগ, সামাজিক পুঁজির প্রয়োগ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তার কথাও ভুললে চলবে না। ব্যক্তি খাতও পিছিয়ে নেই। তিনি বলেন, গ্রামেও এখন সেবা খাতের তৎপরতা প্রায় সমান দৃশ্যমান। চায়ের দোকান, কফিশপ, রেস্তোরাঁ, সেলুন, বিউটি পারলার, কিন্ডারগার্টেন স্কুল, কোচিং সেন্টার, হেলথ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সাইবার ক্যাফের উপস্থিতি এখন গ্রামাঞ্চলেও খুব স্বাভাবিক। জনসংখ্যা বৃদ্ধির কারণে মাথাপিছু কৃষিজমির পরিমাণ কমেছে ঠিকই, কিন্তু সেবা খাতের ব্যাপক প্রসারের মাধ্যমে গ্রামাঞ্চলে অকৃষি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তা সামাল দেওয়া গেছে ভালোভাবেই। তবে মহামারী করোনাভাইরাসের প্রভাবে গ্রামীণ অর্থনীতির এই খাতগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেই হারে ক্ষতিগ্রস্ত খাতগুলো প্রণোদনার অর্থ পায়নি। তাদের জন্য আসছে বাজেটে প্রণোদনা প্রদান অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর বলেন, চলমান করোনাজনিত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও আর্থিক অন্তর্ভুক্তির অভিযানের ওই ধারাবাহিকতা ধরে রেখে উদ্ভাবনী ও ডিজিটাল আর্থিক সেবার টেকসই প্রসার নিশ্চিত করতে হবে। আর এ ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে ‘অর্থনীতির রক্ষাকবচ’ কৃষি ও এসএমই খাতকে। প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সেবার আওতার বাইরে থাকা গ্রাহকদের কাছে সেবা পৌঁছাতে এমএফএস ও এজেন্ট ব্যাংকিং মডেলগুলোর কার্যকারিতা এরই মধ্যে প্রমাণিত। গ্রামীণ অর্থনীতিই বাংলাদেশের সার্বিক অর্থনীতিকে গতিময় ও স্থিতিশীল রাখতে মূল ইঞ্জিনের কাজ করবে।
শিরোনাম
- বিদেশি পর্যটকদের জন্য জাতীয় উদ্যানের প্রবেশ ফি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের
- গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, লুকিয়ে দাফনের সময় পুলিশের হানা
- বোমার আঘাতে ১০ বার গৃহহারা, শেষ আশ্রয়েই খুন হন বাবা ও ভাই
- জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি প্রদান
- এখন অনলাইনেও দান করা যাবে পাগলা মসজিদে
- ধামরাইয়ে নাচের কারণে কনের বিয়ে ভাঙার সংবাদটি সত্য নয়
- পাকিস্তানে ভবন ধসে প্রাণ গেল ৫ জনের
- দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী
- প্রথম নারী সভাপতি পেতে পারে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি
- জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি প্রদান
- ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০৪
- তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে মানা করল চীন
- পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেন বিষয়ে অগ্রগতি হয়নি : ট্রাম্প
- টাঙ্গাইলে ১০ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘কুলি’-তে আমির খানের রাফ লুক, ফার্স্ট লুকেই চমক
- টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত অন্তত ৬৩
- রামগতিতে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
- যে প্রশ্ন থেকে জন্ম নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
- মায়ের সঙ্গে তর্ক: অভিনেত্রীর ১৪ বছর বয়সী ছেলের আত্মহত্যা
- সীমান্তে ৩০ আফগান ‘জঙ্গি’ হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
গ্রামীণ উৎপাদন-স্বাস্থ্যে নজর দিতে হবে
-ড. মুরশিদ কুলি খান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর