স্বামী তালাক দেওয়ার পর সংসার ও সন্তান হারিয়ে ভেঙে পড়েছিলেন ২৩ বছরের আশা বানু। একসময় মানসিক ভারসাম্য হারিয়ে নওগাঁর বাবার বাড়ি থেকে বেরিয়ে পড়েন অজানার পথে। ঘুরতে ঘুরতে রাজশাহীর গোদাগাড়ীর ভারতীয় সীমান্তঘেঁষা গহোমাবোনা এলাকায় পৌঁছেন তিনি। ভারতীয় ভেবে স্থানীয়রা তাকে বিজিবির হাতে তুলে দেন। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আশা বানু তখন কোনো কথা বলতে পারছিলেন না। পুলিশ তাকে ভারতীয় বলে ধরে নিয়ে অনুপ্রবেশের মামলা করে। গত ১৭ মে আদালত তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান। কারাগারে গিয়ে আশা বানুর মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করে; কর্তৃপক্ষের চেষ্টায় দেড় মাস পর তিনি কথা বলেন। আশা বানু কারা কর্তৃপক্ষকে জানান, তিনি ভারতীয় নন, বাংলাদেশের নাগরিক। নওগাঁর বদলগাছি উপজেলার হাকিমপুর গ্রামে তাদের বাড়ি। তার বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান, মা ফরিদা বেগম।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, ‘প্রথমে ওই নারী একেবারেই চুপ ছিলেন, কোনো কথাই বলতেন না। ধীরে ধীরে তার আস্থা গড়ে তোলা হয়। একপর্যায়ে তিনি নিজের নাম বললেন, জানান বাবার নাম ও ঠিকানা। এরপর তার বাবার সঙ্গে যোগাযোগ করে কারাগারে ডেকে আনা হয়। শনাক্তে যেন ভুল না হয়, সে জন্য মেয়েটিকে কয়েকজনের মধ্যে রাখা হয়। বাবার ছবিও প্রথমে মেয়েটিকে দেখানো হয়। উভয়েই পরস্পরকে চিনতে পারেন।’
ডিআইজি প্রিজন কামাল হোসেন জানান, বাবা-মেয়ের পুনর্মিলনের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। কারাগারে উপস্থিত সবাই সেদিন চোখের জল ধরে রাখতে পারেননি। এরপর দ্রুত আইনি প্রক্রিয়ায় জামিনের উদ্যোগ নেওয়া হয়। মানসিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে আদালত জামিন মঞ্জুর করেন। বুধবার বিকালে কারাগার থেকে মুক্তি পান আশা বানু।