খুলনার রূপসা লবণচরা দশগেট এলাকায় বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রূপসা নৌপুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, দুপুরে জোয়ারের পানিতে বস্তাবন্দি লাশটি ভেসে তীরে এলে স্থানীয় লোকজন তা দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে। রূপসা নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ আবুল খায়ের জানান, বস্তার মধ্যে একজন পুরুষের লাশ পাওয়া গেছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বটিয়াঘাটা থানার ওসি মোস্তফা খায়রুল বাসার বলেন, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে বস্তাবন্দি করে নদীতে লাশ ফেলে দেওয়া হয়েছে। পরে ভাসতে ভাসতে এই স্থানে আসে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।