ঈদের ছুটিতে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ হার হঠাৎ কমে গেলেও আবার বাড়তে শুরু করেছে। তিন দিন পর গত ২৪ ঘণ্টায় আবার ৭ শতাংশ ছাড়িয়ে গেছে সংক্রমণ হার। আর চার দিন পর দৈনিক রোগী শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত এক দিনে মারা গেছেন আরও ৩০ জন। গত ১৪ এপ্রিল ঈদের দিন ১০ দশমিক ৮২ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। ২৪ ঘণ্টার ব্যবধানে ১৫ এপ্রিল তা নেমে আসে ৬ দশমিক ৯৫ শতাংশে। ১৬ এপ্রিল আরও কমে হয় ৬ দশমিক ৬৯ শতাংশ। ছুটি শেষে নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গত দুই দিন। এ দুই দিনই ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণ হার। ১৭ এপ্রিল ৬ দশমিক ৭৫ শতাংশ ও গতকাল ১৮ এপ্রিল ৭ দশমিক ৫৫ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত এক দিনে নতুন করে ১ হাজার ২৭২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। কম নমুনা পরীক্ষা ও সংক্রমণ হার কমায় এর আগের চার দিন টানা হাজারের নিচে ছিল দৈনিক রোগী শনাক্তের সংখ্যা। গত এক দিনে মারা গেছেন ৩০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১১৫ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ২১১ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন। এদিকে এখন পর্যন্ত মোট মৃত্যুর ৭২ শতাংশের বেশি পুরুষ হলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যুতে পুরুষকে ছাড়িয়ে গেছে নারী। এই সময়ে মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৪ জন ছিলেন পুরুষ ও ১৬ জন নারী। হাসপাতালে ২৮ জন ও বাড়িতে দুজনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৬ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৭ জন পঞ্চাশোর্ধ্ব, ৬ জন চল্লিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ১৫ জন ঢাকা, ৮ জন চট্টগ্রাম, ২ জন করে রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ এবং ১ জন রংপুর বিভাগে মারা গেছেন।
শিরোনাম
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন