ঈদের ছুটিতে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ হার হঠাৎ কমে গেলেও আবার বাড়তে শুরু করেছে। তিন দিন পর গত ২৪ ঘণ্টায় আবার ৭ শতাংশ ছাড়িয়ে গেছে সংক্রমণ হার। আর চার দিন পর দৈনিক রোগী শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত এক দিনে মারা গেছেন আরও ৩০ জন। গত ১৪ এপ্রিল ঈদের দিন ১০ দশমিক ৮২ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। ২৪ ঘণ্টার ব্যবধানে ১৫ এপ্রিল তা নেমে আসে ৬ দশমিক ৯৫ শতাংশে। ১৬ এপ্রিল আরও কমে হয় ৬ দশমিক ৬৯ শতাংশ। ছুটি শেষে নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গত দুই দিন। এ দুই দিনই ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণ হার। ১৭ এপ্রিল ৬ দশমিক ৭৫ শতাংশ ও গতকাল ১৮ এপ্রিল ৭ দশমিক ৫৫ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত এক দিনে নতুন করে ১ হাজার ২৭২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। কম নমুনা পরীক্ষা ও সংক্রমণ হার কমায় এর আগের চার দিন টানা হাজারের নিচে ছিল দৈনিক রোগী শনাক্তের সংখ্যা। গত এক দিনে মারা গেছেন ৩০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১১৫ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ২১১ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন। এদিকে এখন পর্যন্ত মোট মৃত্যুর ৭২ শতাংশের বেশি পুরুষ হলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যুতে পুরুষকে ছাড়িয়ে গেছে নারী। এই সময়ে মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৪ জন ছিলেন পুরুষ ও ১৬ জন নারী। হাসপাতালে ২৮ জন ও বাড়িতে দুজনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৬ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৭ জন পঞ্চাশোর্ধ্ব, ৬ জন চল্লিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ১৫ জন ঢাকা, ৮ জন চট্টগ্রাম, ২ জন করে রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ এবং ১ জন রংপুর বিভাগে মারা গেছেন।
শিরোনাম
- রিশাদের পাঁচ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়
- রাজবাড়ীতে বিএনপি সমাবেশ: দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার
- কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ ঢাকাগামী দুই ইন্ডিগো বিমানের
- সলঙ্গায় ডোবার কচুরিপানার নিচ থেকে কঙ্কাল উদ্ধার
- বিমানবন্দর সড়কে তীব্র যানজট
- ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’
- বিএনপি ক্ষমতায় আসলে হাওরবাসীর উন্নয়ন হবে : আনিসুল হক
- মাদক ও দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে: অতিরিক্ত আইজি
- ‘ট্যারিফের সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে’
- আগুন নিয়ন্ত্রণে রোবটের ব্যবহার
- অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণসহ ২ কোটি টাকার মালামাল লুট
- সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
- আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা
- নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে সামাল দেব : সিইসি
- অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
- জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
- আগুন পর্যবেক্ষণে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ডিজি
- নবীনগরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সরানো হলো উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো
- চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন
ঈদের ছুটি শেষে বাড়ছে সংক্রমণ
পুরুষকে ছাড়িয়ে গেল নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর