ঈদের ছুটিতে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ হার হঠাৎ কমে গেলেও আবার বাড়তে শুরু করেছে। তিন দিন পর গত ২৪ ঘণ্টায় আবার ৭ শতাংশ ছাড়িয়ে গেছে সংক্রমণ হার। আর চার দিন পর দৈনিক রোগী শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত এক দিনে মারা গেছেন আরও ৩০ জন। গত ১৪ এপ্রিল ঈদের দিন ১০ দশমিক ৮২ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। ২৪ ঘণ্টার ব্যবধানে ১৫ এপ্রিল তা নেমে আসে ৬ দশমিক ৯৫ শতাংশে। ১৬ এপ্রিল আরও কমে হয় ৬ দশমিক ৬৯ শতাংশ। ছুটি শেষে নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গত দুই দিন। এ দুই দিনই ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণ হার। ১৭ এপ্রিল ৬ দশমিক ৭৫ শতাংশ ও গতকাল ১৮ এপ্রিল ৭ দশমিক ৫৫ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত এক দিনে নতুন করে ১ হাজার ২৭২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। কম নমুনা পরীক্ষা ও সংক্রমণ হার কমায় এর আগের চার দিন টানা হাজারের নিচে ছিল দৈনিক রোগী শনাক্তের সংখ্যা। গত এক দিনে মারা গেছেন ৩০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১১৫ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ২১১ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন। এদিকে এখন পর্যন্ত মোট মৃত্যুর ৭২ শতাংশের বেশি পুরুষ হলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যুতে পুরুষকে ছাড়িয়ে গেছে নারী। এই সময়ে মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৪ জন ছিলেন পুরুষ ও ১৬ জন নারী। হাসপাতালে ২৮ জন ও বাড়িতে দুজনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৬ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৭ জন পঞ্চাশোর্ধ্ব, ৬ জন চল্লিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ১৫ জন ঢাকা, ৮ জন চট্টগ্রাম, ২ জন করে রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ এবং ১ জন রংপুর বিভাগে মারা গেছেন।
শিরোনাম
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি