রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

পদ্মার বাঘৈর বিক্রি ৪৪ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মার বাঘৈর বিক্রি  ৪৪ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মায় সাড়ে ৩১ কেজি ওজনের একটি বাঘৈর মাছ ধরা পড়েছে। তা বিক্রি হয়েছে ৪৪ হাজার টাকায়।

গতকাল ভোরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। জয়নাল হালদার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার দুলাল মোল্লার মৎস্য আড়তে তোলেন। সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ২৫০ টাকা দরে ৩৯ হাজার ৩৭৫ টাকায় মাছটি কিনে নেন। ফেরিঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, অনেক দিন পদ্মা নদীতে বাঘৈর মাছ পাওয়া যাচ্ছিল না। সকালে আড়তে জেলে জয়নাল হালদার মাছটি নিয়ে আসেন। সেখান থেকে সর্বোচ্চ দরে আমি তা কিনে নিই। এরপর ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি করি। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, মাছটির ব্যাপারে তথ্য সংগ্রহ করা হবে। পদ্মা নদীতে পানি বাড়তে শুরু হয়েছে। এখন বড় বড় মাছ পাওয়া যাবে। কয়েকদিন পর মাছের দামও হ্রাস পাবে।

সর্বশেষ খবর