মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

পরিবহন মালিক নেতা এনায়েতের সম্পদের হিসাব চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহসহ তিতাস গ্যাসের সাবেক বিক্রয় সহকারী ও সিবিএর সাধারণ সম্পাদক ফারুক হাসানের সম্পদের হিসাব চেয়ে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের কমিশনে হিসাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক জানান, নোটিসে খন্দকার এনায়েত উল্লাহ এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

নোটিসে বলা হয়, যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন অথবা মিথ্যা বিবরণী দাখিল করেন, তাহলে দুর্নীতি দমন কমিশন আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া তিতাস গ্যাসের সাবেক বিক্রয় সহকারী ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ফারুক হাসানকেও নোটিস দেওয়া হয়েছে। তাকেও নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে কমিশনে হিসাব দাখিল করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর