সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

গাজীপুর-কমলাপুর রুটে তিনটি বিশেষ ট্রেন চালু

যানজটে ভোগান্তি

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কে নিত্য যানজটের দুর্ভোগ এড়াতে গতকাল সকাল থেকে গাজীপুর-ঢাকা রুটে তিনটি বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে। সকালে তুরাগ এক্সপ্রেস উদ্বোধনের মধ্য দিয়ে বিশেষ ট্রেন সার্ভিস চালু হয়। অর্ধেক আসন খালি রেখে ট্রেনগুলো চলবে। শুরুর দিন কিছুটা বিলম্বে ঢাকার উদ্দেশে প্রথম ছেড়ে গেলেও ট্রেন চালু করায় খুশি যাত্রীরা। তবে টিকিট ও বগির সংখ্যা বাড়ানোর দাবি      তাদের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির প্রচেষ্টায় গাজীপুরের যানজট এড়াতে এ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। লকডাউন পরবর্তী তুরাগ, টাঙ্গাইল কমিউটার ও ডেমু ট্রেন পুনরায় চালু উদ্বোধন উপলক্ষে সকালে জয়দেবপুর জংশনে গাজীপুর প্যাসেঞ্জারস কমিউিনিটির আলোচনা সভা হয়। এতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, গাজীপুর প্যাসেঞ্জারস কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হক বক্তব্য দেন। বক্তারা তুরাগ ট্রেনের মাসিক টিকিট চালু, ট্রেনের বগির সংখ্যা বাড়ানো, গাজীপুরে বরাদ্দ টিকিটের সংখ্যা বাড়ানো, রেলওয়ে জংশনের পরিবেশ উন্নত করার দাবি জানান।

সর্বশেষ খবর