মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ০০:০০ টা

ভারতে শিগগিরই চালু হচ্ছে পর্যটন ভিসা

বিশেষ সুবিধা ঘোষণা

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতে পর্যটন ভিসা শিগগিরই খোলা হচ্ছে। গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আর্থিক প্যাকেজ ঘোষণা করার সময়ে পর্যটন শিল্পের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করে বলেন, ‘পর্যটন ভিসা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম ৫ লাখ পর্যটককে বিনাশুল্কে ভিসা দেওয়া হবে। এই সুবিধা চালু থাকবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। প্রথম ৫ লাখ পর্যটক অথবা ৫ লাখ ভিসা। যেটা প্রথমে হবে।’ যেহেতু এই সুবিধা মাত্র ৯ মাসের জন্য চালু তাই জুলাই মাস থেকেই ভিসা দেওয়া শুরু হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। এই কারণে এয়ার বাবল ও বিমান পরিষেবা জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে চালু হতে পারে। ভারতে গতবছর মার্চ পর্যন্ত যতজন পর্যটক এসেছেন সেই প্রথম পনের দেশের মধ্যে বাংলাদেশের পর্যটক সর্বাগ্রে। ২৮.৮ শতাংশ। ইউরোপ-আমেরিকা বা কানাডা স্থান অনেক পরে। ২০১৯ সালের তুলনায় পর্যটক সংখ্যা কমেছে, যা নেতিবাচক বাহান্ন শতাংশ। গত বছরেই দেখা গেছে গড়ে পর্যটকরা ২১ দিন থাকেন এবং দৈনিক কমপক্ষে গড়ে ৩৪ ডলার খরচ করেন। ভিসা ফি মওকুফ করলে সরকারের ১০০ কোটি রুপি  লোকসান হবে। কিন্ত পর্যটন শিল্পে উৎসাহ দিতে এই সুবিধা দেওয়া হবে।

২০২১ সালের মার্চ পর্যন্ত ১১ কোটি পর্যটক এসেছেন। এরা ৩০ বিলিয়ন ডলার খরচ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর