শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নওগাঁয় তিন দিনে ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল বসুন্ধরা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় তিন দিনে ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল বসুন্ধরা

বসুন্ধরা গ্রুপের সহায়তায় গতকাল সকালে নওগাঁর ধামইরহাট উপজেলায় ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় -বাংলাদেশ প্রতিদিন

রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বড় জেলা নওগাঁ। দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরার এ জেলায় তিন দিনের খাদ্য সহায়তা কার্যক্রমের শেষ দিন ছিল গতকাল। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় সারা দেশে এ কার্যক্রম চলমান রয়েছে। বসুন্ধরার এ উপহার দেশের অসহায় দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সার্বিক কাজ করছে দেশের বৃহত্তম সামাজিক সংগঠন কালের কণ্ঠ শুভসংঘ। নওগাঁ জেলায় তিন দিনে ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

গতকাল সকালে নওগাঁর ধামইরহাট উপজেলায় ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। উপজেলার ধামইরহাট এমএম ডিগ্রি কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এ খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে ইলি জাবেথ বলেন, ‘তোমরা এ সময় ত্রাণ দিয়ে খুবই উপকার করোচিন বা। তোমাঘরের মালিকের তঙ্কে আল্লাহর কাচে অনেক দোয়া করোচো। আল্লাহ উনাক অনেক দিন বাঁচে থুক। সুখে-শান্তিতে থাক।’ রোবেট মান্ডি ও ইলিজাবেথ দম্পতি বাঁশ দিয়ে ডালা, কুলা, খইচালা ইত্যাদি বানিয়ে বিক্রি করেন। প্রতিদিন খদ্দেরের কাছে বিক্রি করে সামান্য কিছু আয় হয়। তা দিয়েই চলে মানবেতর জীবনযাপন। খাদ্য সহায়তা পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে। জমির মিয়া বলেন, ‘হামি হোটালে কাম করতাম। একদিন কাম না করলে ভাত হয় না, সাথে কিস্তি দিবা হয়। কিন্তু এই লকডাউনের তঙ্কে হোটাল বন্ধ। এখন কাম নাই। কি খায়ে বাঁচমু হামরা। তোমার এলা খাওয়া দিয়ে কয়দিন খাওয়া পামু।’

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আজহার আলী ম ল বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘ আমাদের উপজেলায় খাদ্য সহায়তা দিয়েছে। তাদের ধন্যবাদ জানাই। তারা দেশব্যাপী যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। দেশের অন্য বড় শিল্পপ্রতিষ্ঠানও যদি বসুন্ধরা গ্রুপের মতো এগিয়ে আসে তাহলে দেশের অসহায় মানুষগুলো এ ক্রান্তিকালে দুবেলা নিশ্চিতে খেতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়, ধামইরহাট এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহকারী অধ্যাপক ফরিদুজ্জামান, সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফরিদুল করিম, ধামইরহাট থানার উপপরিদর্শক সবুজ মিয়া, চকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানি, ধামইরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন, জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব জেসান, ধামইরহাট উপজেলা শাখার সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ সাগর প্রমুখ।

জেলার পত্নীতলা উপজেলায় ২৫০ অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় সবার মাঝে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়। উপজেলার ডাকবাংলো মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফফার বলেন, বসুন্ধরা গ্রুপ আমাদের পত্নীতলা উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের সাত থেকে ১০ দিনের খাবার সহায়তা দিয়েছে। তাদের আমরা ধন্যবাদ জানাই। করোনায় কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ ছাড়াও দেশের যে কোনো দুর্যোগে সবসময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মানুষের পাশে দাঁড়ান। আপনারা সবাই আহমেদ আকবর সোবহান সাহেবের জন্য দোয়া করবেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সানজিদা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, পত্নীতলা শাখার সভাপতি এ জেড মিজান, সাধারণ সম্পাদক তাশরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নওগাঁর মহাদেবপুরে ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের মুখে হাসি ফুটিয়েছে বসুন্ধরা গ্রুপ। জাহাঙ্গীরপুর মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্যসামগ্রী দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা বেসরকারিভাবে দেশের সবচেয়ে বড় উদ্যোগ। করোনার শুরু থেকে এখন পর্যন্ত বসুন্ধরা গ্রুপ মানুষকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে আসছে। কালের কণ্ঠ শুভসংঘের মাধ্যমে সারা দেশে ২ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে। আমাদের মহাদেবপুর উপজেলা ২৫০ অসহায় পরিবারকে তারা সহায়তা দিল। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মহাদেবপুর শাখার সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আহসান হাবীব নান্নুসহ নাইমুর রহমান, ইরমান শেখ, নয়ন, মেহেদী, পঙ্কজ, অ্যাডভোকেট মেহেদী, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। নওগাঁর বদলগাছী উপজেলায় ২৫০ অতিদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। এ ছাড়া সবার মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়। এর মাধ্যমে নওগাঁ জেলায় ৩ হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এ খাদ্যসামগগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, বদলগাছী উপজেলার ২৫০ অসহায়ের পাশে আজকে বসুন্ধরা গ্রুপ দাঁড়িয়েছে। প্রত্যেক পরিবারকে সাত থেকে ১০ দিনের খাদ্য সহায়তা দিয়েছে। আমি বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করবেন। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বদলগাছী শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন ও সামসুল আলম, সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মুসা প্রমুখ।

সর্বশেষ খবর