শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, তীব্র যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, তীব্র যানজট

মানিকগঞ্জে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।  ফেরি চলাচলে সময় বেশি লাগায় পাটুরিয়া প্রান্তে কয়েক শ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। একসঙ্গে তিন দিনের সরকারি ছুটি হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাড়ি ফেরা লোকের চাপ পড়েছে। গতকাল সকাল থেকেই ছোট গাড়ির চাপ বেশি থাকায় ঘাটে যানজটের সৃষ্টি হয়। দিনভর থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়ে এ পথে যাতায়াতকারীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা  কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টির মধ্যে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও  সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে। তবে পদ্মার পানি বাড়ায় তীব্র স্রোতে ফেরিগুলো পারাপারে ১০ থেকে ১৫ মিনিট সময় বেশি নিচ্ছে। এতে পাটুরিয়া ঘাট এলাকায় পাঁচ শর বেশি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

 

সর্বশেষ খবর