বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নেতৃত্বশূন্যতা ও মামলায় বিপর্যস্ত হেফাজত

করণীয় ঠিক করতে চলতি সপ্তাহে রাজধানীতে শুরা বৈঠক

শফিকুল ইসলাম সোহাগ

দ্বিমুখী সংকটে পড়েছে কওমি আলেমদের সংগঠন হেফাজতে ইসলাম। সংগঠনের প্রতিষ্ঠাকালীন আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর পরবর্তী আমির আল্লামা জুনাইদ বাবুনগরীর মৃত্যুতে সংগঠনটিতে বেশ বড় ধাক্কা পড়েছে। এর আগে সাবেক মহাসচিব নূর হোসাইন কাসেমিও মারা যান। এদিকে সংগঠনের প্রভাবশালী অনেক নেতা কারাবন্দী ও মামলায় বিপর্যস্ত। এ অবস্থায় দায়িত্বশীলরা বলছেন, কীভাবে সংকট কাটিয়ে সংগঠন ঘুরে দাঁড়াবে এটিই বড় চ্যালেঞ্জ। সূত্র জানায়, নতুন আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে এ সপ্তাহেই ঢাকায় সংগঠনের মজলিসে শুরার বৈঠক হবে। সেখানে পরবর্তী করণীয় ঠিক হবে। হেফাজতের খাস কমিটির সদস্য অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেন, অল্প সময়ের মধ্যে দুই প্রভাবশালী নেতার চলে যাওয়া সংগঠনের জন্য বড় ধাক্কা। সংগঠন নানা চড়াই-উতরায়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন শক্তিশালী ও ভারসাম্য নেতৃত্ব আসতে সময় লাগবে। হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানীর মতে, আমিরের মৃত্যুতে সংগঠনের বিরাট ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন। তবে তার আশা, নতুন আমিরের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে সংগঠন। জানা যায়, হেফাজত আমির আল্লামা জুনাইদ বাবুনগরী মারা যাওয়ার পর দাফনের আগেই চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার প্রবীণ শিক্ষক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়। এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে দায়িত্বশীল এক নেতা বলেন, ইসলামী শরিয়া মোতাবেক আমিরকে দাফন করার আগেই নতুন আমির ঠিক করা উত্তম। এ ছাড়া আল্লামা আহমদ শফীর মৃত্যুর সময় পরিবেশ স্বাভাবিক ছিল। কিন্তু এবার বাবুনগরী মারা যাওয়ার সময় পরিস্থিতি একটু ভিন্ন। সংগঠনের প্রতিপক্ষ সুযোগের অপেক্ষায় আছে। তারা কোনো ফাঁক পেলেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন শঙ্কা থেকেই দ্রুত ভারপ্রাপ্ত আমির নির্বাচন করা হয়েছে। গত বছরের ১৫ নভেম্বর এক পক্ষের বিরোধিতার মধ্যেই হেফাজতে ইসলামের সম্মেলন হয়। এতে সাবেক মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে আমির করে হেফাজতের ১৫১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। ওই কমিটি গঠনের ছয় মাস না যেতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় বিক্ষোভ করে হেফাজত। ওই সময় ব্যাপক তান্ডব চালানোর অভিযোগ ওঠে নেতা-কর্মীদের বিরুদ্ধে। আটক করা হয় আল্লামা মামুনুল হকসহ কয়েকজন প্রভাবশালী নেতাকে। এমন পরিস্থিতির মধ্যে গত এপ্রিলের শেষদিকে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন সংগঠনের আমির জুনাইদ বাবুনগরী। পরে গত ৭ জুন তাকে আমির করেই ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এদিকে শফীপন্থি হিসেবে পরিচিত মাঈনুদ্দিন রুহী জানান, এখন আমরা মনে করি হেফাজত আগের ধারায় ফিরে আসবে। প্রতিষ্ঠাকালীন আমির আল্লামা শফীর আদর্শের আমিরের নেতৃত্ব পাবে সংগঠন।

সামগ্রিক প্রসঙ্গে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি বলেন, অল্প সময়ের মধ্যে হেফাজতে ইসলামের তিন শীর্ষ নেতা ইন্তেকাল করেছেন। এটি অবশ্যই অপূরণীয় ক্ষতি। তবে এ শূন্যতার কারণে হেফাজতে ইসলামের কার্যক্রম থেমে থাকবে না। যারা বেঁচে আছেন তাদের নিয়েই হেফাজতে ইসলামের ঈমানি কার্যক্রম চলবে। তিনি বলেন, সংগঠনে কোনো নেতৃত্ব সংকট দেখছি না। সবাইকেই চলে যেতে হবে। নতুন কাউকে দায়িত্ব নিতে হবে। এর আগেও সংগঠন কঠিন সময় পার করেছে। সামনের বৈঠকে ভবিষ্যৎ করণীয় ঠিক করা হবে।

সর্বশেষ খবর