সাংবাদিকতার নাম ভাঙিয়ে ওরা সাধারণ মানুষের সঙ্গে ব্ল্যাকমেলিং করতেন। তাদের জিম্মি করে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। মানসম্মানের ভয়ে অনেক মানুষ এসব কথিত সাংবাদিকের আবদার পূরণ করে আসছিল। তাদের দাপটে রীতিমতো কোণঠাসা উত্তরা-উত্তরখান এলাকার মানুষ। তবে এবার ওয়ারেন্টভুক্ত আসামিকে জিম্মি করে টাকা আদায় করতে গিয়ে মঙ্গলবার র্যাবের হাতে পাকড়াও হয়েছেন সাংবাদিক পরিচয়ধারী দুর্বৃত্ত মো. আমিরুল ইসলাম (৩৫) ও তার সহযোগী মো. ইকবাল হোসেন (৩১)। একই জালে আটকা পড়েছেন বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারি মামলার ওয়ারেন্টভুক্ত সেই আসামি আবদুল মালেকও (৪৫)। র্যাব বলছে, তাদের কাছ থেকে ক্যামেরা ও বেসরকারি একটি টেলিভিশনের বুম, ৫ লাখ টাকা, তিনটি ১০০ টাকার স্ট্যাম্প, দুটি ব্যাংকের (৪৫ লাখ ও ৫০ লাখ টাকার) চেক জব্দ করা হয়। গতকাল বিকালে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ৩১ আগস্ট দুপুরে আবদুল মালেককে অজ্ঞাত স্থানে নিয়ে কোটি টাকা চাঁদা দাবি করছে একটি চক্র। এমন অভিযোগে র্যাব তাকে (ভিকটিম) উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। একই দিন বিকালে উত্তরার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মালেককে উদ্ধার করা হয়। এ সময় পরিকল্পনাকারী ইকবাল হোসেন ও তার সহযোগী আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। কমান্ডার আল মঈন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন তারা মালেককে ব্ল্যাকমেল করতে বেশ কয়েক দিন তথ্য সংগ্রহ করেছিলেন। ঘটনার দিন দুপুরে মালেক উত্তরখানে তার আত্মীয়ের বাসায় গেলে পরিকল্পনাকারীরা সেখানে যান। এ সময় তারা ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার বিরুদ্ধে মিডিয়াতে হলমার্ক কেলেঙ্কারি বিষয়ে রিপোর্ট প্রকাশ করা হবে বলে হুমকি দেন। পরে মালেককে উত্তরার একটি আবাসিক হোটেলে নিয়ে যাওয়া হয়। এরপর স্বজনদের কাছে ফোন করে চাঁদা দাবি করা কোটি টাকা, চেক ও স্ট্যাম্প নিয়ে আসতে বলা হয়। কমান্ডার মঈন আরও জানান, চক্রের সদস্যরা এলাকায় প্রাণের বাংলাদেশ, স্বাধীন সংবাদ, বিডব্লিউ নিউজ, প্রথম বেলা, ডেইলি নিউজসহ আরও কয়েকটি সংবাদপত্রের পরিচয় দিতেন। তারা রাজধানীর উত্তরা ও উত্তরখান এলাকায় এসব সংবাদপত্রের পরিচয় দিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, অপরাধী ও সাধারণ মানুষকে ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। কে এই মালেক? : আবদুল মালেক পেশায় একজন ব্যবসায়ী। তিনি ব্যাংকের ঋণ খেলাপি। এ ছাড়া হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। এই কেলেঙ্কারিতে সে সময় যে কয়টি প্রতিষ্ঠানের নামে মামলা হয়েছিল তার মধ্যে মালেকের প্রতিষ্ঠানটিও ছিল বলে জানান র্যাব কর্মকর্তা। তিনি বলেন, ‘হলমার্ক মামলার মালেক একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
সাংবাদিক পরিচয়ে ব্ল্যাকমেলিং ওদের পেশা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর