শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দর্শনার্থী মুখর সাদা পাথর

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দর্শনার্থী মুখর সাদা পাথর

যেদিকে দুই চোখ যায়, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছোট-বড় অসংখ্য নাম না জানা সাদা পাথর। ওপর দিয়ে বয়ে চলেছে ঝরনার পানির তীব্র স্রোত। করোনাকালীন বিষাদের আবহ ছাপিয়ে পাথরের ওপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা পানির কলকল শব্দ আর পর্যটকদের হৈ-হুল্লোড়ে ১৯ আগস্ট থেকে জেগে উঠেছে ধলাই নদের বুক।

করোনা পরিস্থিতির অবনতির কারণে এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো দেশের সব পর্যটন কেন্দ্র, হোটেল ও রিসোর্ট বন্ধ ঘোষণা করেছিল সরকার। ফলে দীর্ঘদিন ধরে পর্যটন কেন্দ্রগুলো ছিল জনশূন্য। তবে দেশব্যাপী বিধিনিষেধ শিথিলের অংশ হিসেবে দেশের সব পর্যটন কেন্দ্র, হোটেল ও রিসোর্ট ১৯ আগস্ট থেকে খোলার অনুমতি দেয় সরকার। সরকারের নির্দেশনা অনুযায়ী এ দিন থেকে খোলে সিলেটেরও সব পর্যটন কেন্দ্র। আর দীর্ঘদিন পরে খুলে দেওয়ায় ঢল নেমেছে জেলার সব পর্যটন কেন্দ্রে, বিশেষ করে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে। সপ্তাহের অন্যান্য দিনগুলোয় তুলনামূলক একটু কম থাকলেও ছুটির দিন শুক্র ও শনিবার লক্ষাধিক পর্যটকের আনাগোনায় সরব হয়ে ওঠে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পর্যটন-সংশ্লিষ্টরা জানান, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র্র প্রতি শুক্র-শনিবার অন্তত ২০ হাজার পর্যটকের পদচারণায় মুখর হয়। তবে এ দুই দিন ছাড়াও কয়েক হাজার পর্যটকের পা পড়ে সাদাপাথরে। সিলেটের সীমান্তবর্তী নদের নাম ধলাই। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে এটি। ধলাই নদের উৎসমুখে পাঁচ একর জায়গাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সাদা সাদা পাথর। ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর