বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ফেসবুক লাইভে গিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মাঝরাতে ফেসবুক লাইভে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য প্রচার করেছেন পূবাইলের এক ব্যবসায়ী। আত্মহত্যার এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। গতকাল নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের নাম স্বপন চন্দ্র দাস (৪২)। তিনি মহানগরীর পূবাইল থানাধীন নয়ানীপাড়া এলাকার নগেন্দ্র চন্দ্র দাসের ছেলে। স্বপন চন্দ্র দাস পূবাইল বাজার কেন্দ্রীয় রাধামাধব মন্দির পূবাইল থানা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক এবং আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার খেয়ে স্বপন চন্দ্র দাসের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। তবে তার স্ত্রী বাড়িতে ছিলেন না। রাত ১টা ৫৫ মিনিটের দিকে নিজের শয়ন কক্ষ থেকে ফেসবুক লাইভে আসেন তিন সন্তানের জনক স্বপন চন্দ্র দাস। এ সময় তিনি ফেসবুক লাইভে থেকে প্লাস্টিকের মোড়ার ওপর দাঁড়িয়ে ঘরের আড়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন। পরে তিনি পায়ের নিচ থেকে মোড়া সরিয়ে দিয়ে ফাঁসিতে ঝুলে পড়েন। ফাঁসিতে ঝুলে পড়ার কয়েক মুহুর্তেও মধ্যেই তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। মধ্যরাতের এ দৃশ্য ওই মুহুর্তে প্রতিবেশী শরিফসহ অন্তত ৩০ থেকে ৩৫ জন ভিউয়ার সরাসরি দেখতে পান। ফেসবুক লাইভে আত্মহত্যার দৃশ্যটি দেখতে পেয়ে স্বপনের ব্যবসার পার্টনার আনোয়ার হোসেনের ছেলে নীরবকে ফোন করে বিষয়টি দ্রুত জানতে বলেন শরিফ। খবর পেয়ে প্রতিবেশী কয়েকজন দ্রুত স্বপনের বাড়িতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে স্বপনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে দুপুরে তিনি তার ফেসবুক আইডি থেকে অনেকগুলো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘জীবনের কিছু স্মৃতিময় মুহুর্ত। হয়তো এটাই জীবনের শেষ আপলোড।’ এদিকে তার আত্মহত্যার দৃশ্যের ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। হাসিখুশির এ মানুষটির হঠাৎ আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। তার মৃত্যুর জন্য ব্যবসায়িক পার্টনারদের মধ্যে বিরোধকে দায়ী করছেন অনেকেই। জিএমপির পূবাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও লাইভে গিয়ে আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ খবর