মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সতর্ক হওয়া ছাড়া পথ নেই

সৈয়দ মাহবুবুর রহমান

সতর্ক হওয়া ছাড়া পথ নেই

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার ছাড়া চলবে না। দুুনিয়াজুড়ে এখন প্রযুক্তি ছাড়া কোনো ধরনের লেনদেন চলে না। এখন এটা সম্ভবও নয়। পৃথিবীর সব প্রতিষ্ঠানই এখন প্রযুক্তিনির্ভর। এই নির্ভরতা প্রতিদিন বাড়ছে। প্রযুক্তির নির্ভরতার মধ্যে ঝুঁকিও থাকে। সেই ঝুঁকি মোকাবিলার জন্য আরও বেশি সতর্ক হওয়া ছাড়া পথ নেই। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে মাহবুবুর রহমান বলেন, প্রযুক্তি ব্যবহার না করে উপায় নেই। কিন্তু ঝুঁকি আছে। ঝুঁকি শুধু আমাদের জন্য নয়। সারা পৃথিবীতেই ঝুঁকি আছে। ব্যাংকিং খাতে ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। এটি মোকাবিলা করেই আমাদের চলতে হবে। বাংলাদেশে আগের চেয়ে অনলাইন বা প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে ঝুঁকি তুলনামূলক কমেছে। সচেতনতা বেড়েছে সবার মধ্যে। সম্প্রতি একটি এটিএম বুথ থেকে টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। তবে সেটি প্রযুক্তিকে ব্যবহার করে নেয়নি। নিয়েছে মেশিন ভেঙে। সেখানে সম্ভবত নিরাপত্তার অভাব ছিল। তবু এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সচেতন বা সতর্ক হওয়াই একমাত্র পথ। তিনি বলেন, এটিএম বুথ থেকে এখন প্রযুক্তি হ্যাক করে কিছু করা কঠিন হয়েছে। সবাই সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর