বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

এক জালেই ধরা ৩ লাখ টাকা মূল্যের ৯০টি কোরাল

প্রতিদিন ডেস্ক

এক জালেই ধরা ৩ লাখ টাকা মূল্যের ৯০টি কোরাল

কক্সবাজারের টেকনাফ সৈকতে এক জালেই ধরা পড়ল ৯০টি লাল কোরাল মাছ। যা ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ফরিদপুরে চরভদ্রাসনের পদ্মা নদীতে মিলল ২৬ কেজি ওজনের পাঙ্গাশ মাছ। প্রতিনিধিদের পাঠানো তথ্য-

টেকনাফ (কক্সবাজার) : টেকনাফ বাহারছড়া উপকূলে জাহাজপুরা সৈকতে গতকাল সকালে স্থানীয় হেলাল উদ্দিনের টানা জালে ধরা পড়েছে ৯০টি লাল কোরাল (রাঙ্গা চৈ) নামের সামুদ্রিক মাছ। পরে জাহাজপুরা মৎস্য ঘাটে ৩ লাখ টাকায় মাছগুলো কিনে নেন ব্যবসায়ীরা। প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেও সেন্টমার্টিনে এক জেলের টানা জালে ধরা পড়ছিল ২০৪টি লাল কোরাল। মাছগুলো ৭ লাখ টাকায় বিক্রি হয়।

চরভদ্রাসন (ফরিদপুর) : চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের    চর শালিপুর সংলগ্ন পদ্মা নদীতে শেরজান মোল্যা নামে এক জেলের  জালে ২৬ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি ২১ হাজার টাকায় সদর বাজারের মাছ ব্যবসায়ী শামসু বেপারী বিক্রির জন্য কিনে নেন। শেরজান ঢাকার দোহার উপজেলার কুশুমহাটি ইউনিয়নের বাসিন্দা। তিনি জানান, তারা আটজন মিলে পদ্মা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। যে জাল দিয়ে তারা মাছ শিকার করেন তা স্থানীয় ভাষায় ফাইয়া ফাসন বা বড় ফাঁসের জাল বলে পরিচিত। সোমবার দিবাগত ভোর ৫টার দিকে তাদের জালে মাছটি আটকা পড়ে। গতকাল সকালে চরভদ্রাসন সদর বাজারে ২১ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

সর্বশেষ খবর