বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
করোনা সংক্রমণ

সৌদি আরব ও পোল্যান্ড থেকে ৪৮ লাখ টিকা পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব ও পোল্যান্ড থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পাবে বাংলাদেশ। এসব টিকা বিনা মূল্যে দেওয়া হচ্ছে।
গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সৌদি আরবের বাদশাহ সালমান তাঁর ত্রাণ তহবিল থেকে ১৫ লাখ টিকা বাংলাদেশকে হস্তান্তর করবেন। আগামী ২৩ দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ছাড়া পোল্যান্ড বাংলাদেশকে প্রায় ৩৩ লাখ ডোজ করানার টিকা বিনা মূল্যে সরবরাহ করবে। এই টিকাও খুব দ্রুত দেশে আসবে। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে পোল্যান্ড এই টিকা বাংলাদেশকে দিচ্ছে বলে তিনি জানিয়েছেন। 

সর্বশেষ খবর