সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সূচকের বড় পতনে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচকের বড় পতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় দরপতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৮ পয়েন্ট কমে ছয় হাজার ৭৭৩ পয়েন্টে নেমে গেছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ২৯১টির। আর ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে  লেনদেন হয়েছে ৮৩৭ কোটি ১০ লাখ টাকা। এটা গত এপ্রিলের পর সর্বনিম্ন লেনদেন। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে  বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৯১  কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে ৬ টাকা ৯০ পয়সা কমে ১৬৩ টাকা ৩০ পয়সা হয়েছে শেয়ার দর। দ্বিতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের ৫৭ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার  লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২২০ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ৩৯ কোটি ১২ লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। দাম কমেছে ১৯২টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর