শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জনগণ আপনাদের রেহাই দেবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে এদেশের জনগণ আপনাদের রেহাই দেবে না। তাই বিলম্ব না করে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন।

গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  বিএনপি মহাসচিব বলেন, সরকারি হাসপাতালগুলোতে গেলে কেউ চিকিৎসা পায় না। অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে লুটপাট করে শেষ করে দিয়েছে। আর কথায় কথায় তারা বলে বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল। অন্যদিকে ক্ষমতাসীনদের কিছু (ভুঁইফোঁড়) মানুষ মোটা-তাজা হচ্ছে। আর রাস্তায় মানুষ না খেয়ে পড়ে থাকে, কৃষকেরা ধানের ন্যায্যমূল্য পায় না। শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না। নিম্নবিত্ত আরও গরিব হচ্ছে। মধ্যবিত্ত আরও নিম্নবিত্ত হচ্ছে। দারিদ্র্যের সীমা আরও নিচে নামছে। তিনি বলেন, আইনমন্ত্রী আনিসুল হকের কথায় আবারও প্রমাণিত হয়েছে, এ সরকার ২০১৮ সালের মতো আরও নির্বাচন করার পাঁয়তারা করছে। আইনমন্ত্রী বলেছেন, চতুর্থবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন কমিশনের একটি আইন হবে, কিন্তু আগামী নির্বাচন এ আইনের অধীনে হবে না বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ আবারও ভোটের আগের রাতে বিরোধী দলগুলোকে পিটিয়ে বের করে দিয়ে মাঠ খালি করে নির্বাচনের বিজয় ছিনিয়ে নেবে তারা। কাজী আবুল হোসেনের সভাপতিত্বে ও সাদেক আহমেদ খানের পরিচালনায় মানববন্ধনে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর