শীতের ভরা মৌসুমে বাজারে প্রচুর সবজির সরবরাহ। দাম আগের চেয়ে অনেক কম। মাসের ব্যবধানে প্রতিটি পণ্যের দর কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে এখনো কেজিপ্রতি ৩০ টাকার ওপরে আছে বেশির ভাগ সবজির দাম। অন্যান্য বছর যেভাবে সবজির দাম কমে ১০ টাকা কেজি পাওয়া যায় এ বছর তা হয়নি। ব্যবসায়ীরা বলছেন, দাম কমতে পারে আগামী সপ্তাহের পর। গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহ ধরে পিঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। মানভেদে পিঁয়াজের কেজিপ্রতি ২০ টাকা বাড়ানোর পর ব্যবসায়ীরা আর কমাননি। এখনো সে দামেই বিক্রি হচ্ছে। যদিও বাজারে নতুন পিঁয়াজ এসেছে। নতুন পিঁয়াজ অবশ্য বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। নতুন পিঁয়াজ আসার পরও কেন দাম কমছে না তার জবাব কোনো ব্যবসায়ী দিতে পারেননি। অন্যদিকে পাকা টমেটো এখন ৪০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো দামি সবজির অন্যতম হলেও এ সময় সর্বোচ্চ ৩০ টাকার মধ্যে পাওয়া যায়। বছরের অন্যান্য সময় ১৫ টাকা পর্যন্ত কেজি কিনতে হয় ভোক্তাদের। দাম কমেছে বাজারে নতুন আসা আলুর। ৪০ টাকা কেজি বিক্রি হওয়া নতুন আলু এখন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। আর বাজারে নতুন আসা লম্বা ও বিচি শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। গাজরের কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। ফুলকপির পিস ৩০-৪০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০-৪০ টাকা বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, শালগমের (ওলকপি) কেজি ৩০-৪০ টাকা, লাল শাকের আঁটি ১০-১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০-১৫ টাকা বিক্রি হচ্ছে। আর পালন শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা। গত সপ্তাহে দাম বেড়েছে মুরগির। ব্রয়লার বা সাদা মুরগির কেজি ১৬৫-১৭০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৬০-১৬৫ টাকা। সোনালি মুরগির কেজি ২৭০-২৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৫০-২৭০ টাকা। মুরগির দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে মুরগির ডিমের দাম। মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
ভরা মৌসুমেও সবজির কেজি ৩০ টাকার ওপরে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর