শীতের ভরা মৌসুমে বাজারে প্রচুর সবজির সরবরাহ। দাম আগের চেয়ে অনেক কম। মাসের ব্যবধানে প্রতিটি পণ্যের দর কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে এখনো কেজিপ্রতি ৩০ টাকার ওপরে আছে বেশির ভাগ সবজির দাম। অন্যান্য বছর যেভাবে সবজির দাম কমে ১০ টাকা কেজি পাওয়া যায় এ বছর তা হয়নি। ব্যবসায়ীরা বলছেন, দাম কমতে পারে আগামী সপ্তাহের পর। গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহ ধরে পিঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। মানভেদে পিঁয়াজের কেজিপ্রতি ২০ টাকা বাড়ানোর পর ব্যবসায়ীরা আর কমাননি। এখনো সে দামেই বিক্রি হচ্ছে। যদিও বাজারে নতুন পিঁয়াজ এসেছে। নতুন পিঁয়াজ অবশ্য বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। নতুন পিঁয়াজ আসার পরও কেন দাম কমছে না তার জবাব কোনো ব্যবসায়ী দিতে পারেননি। অন্যদিকে পাকা টমেটো এখন ৪০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো দামি সবজির অন্যতম হলেও এ সময় সর্বোচ্চ ৩০ টাকার মধ্যে পাওয়া যায়। বছরের অন্যান্য সময় ১৫ টাকা পর্যন্ত কেজি কিনতে হয় ভোক্তাদের। দাম কমেছে বাজারে নতুন আসা আলুর। ৪০ টাকা কেজি বিক্রি হওয়া নতুন আলু এখন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। আর বাজারে নতুন আসা লম্বা ও বিচি শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। গাজরের কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। ফুলকপির পিস ৩০-৪০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০-৪০ টাকা বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, শালগমের (ওলকপি) কেজি ৩০-৪০ টাকা, লাল শাকের আঁটি ১০-১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০-১৫ টাকা বিক্রি হচ্ছে। আর পালন শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা। গত সপ্তাহে দাম বেড়েছে মুরগির। ব্রয়লার বা সাদা মুরগির কেজি ১৬৫-১৭০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৬০-১৬৫ টাকা। সোনালি মুরগির কেজি ২৭০-২৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৫০-২৭০ টাকা। মুরগির দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে মুরগির ডিমের দাম। মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল