শীতের ভরা মৌসুমে বাজারে প্রচুর সবজির সরবরাহ। দাম আগের চেয়ে অনেক কম। মাসের ব্যবধানে প্রতিটি পণ্যের দর কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে এখনো কেজিপ্রতি ৩০ টাকার ওপরে আছে বেশির ভাগ সবজির দাম। অন্যান্য বছর যেভাবে সবজির দাম কমে ১০ টাকা কেজি পাওয়া যায় এ বছর তা হয়নি। ব্যবসায়ীরা বলছেন, দাম কমতে পারে আগামী সপ্তাহের পর। গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহ ধরে পিঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। মানভেদে পিঁয়াজের কেজিপ্রতি ২০ টাকা বাড়ানোর পর ব্যবসায়ীরা আর কমাননি। এখনো সে দামেই বিক্রি হচ্ছে। যদিও বাজারে নতুন পিঁয়াজ এসেছে। নতুন পিঁয়াজ অবশ্য বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। নতুন পিঁয়াজ আসার পরও কেন দাম কমছে না তার জবাব কোনো ব্যবসায়ী দিতে পারেননি। অন্যদিকে পাকা টমেটো এখন ৪০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো দামি সবজির অন্যতম হলেও এ সময় সর্বোচ্চ ৩০ টাকার মধ্যে পাওয়া যায়। বছরের অন্যান্য সময় ১৫ টাকা পর্যন্ত কেজি কিনতে হয় ভোক্তাদের। দাম কমেছে বাজারে নতুন আসা আলুর। ৪০ টাকা কেজি বিক্রি হওয়া নতুন আলু এখন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। আর বাজারে নতুন আসা লম্বা ও বিচি শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। গাজরের কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। ফুলকপির পিস ৩০-৪০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০-৪০ টাকা বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, শালগমের (ওলকপি) কেজি ৩০-৪০ টাকা, লাল শাকের আঁটি ১০-১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০-১৫ টাকা বিক্রি হচ্ছে। আর পালন শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা। গত সপ্তাহে দাম বেড়েছে মুরগির। ব্রয়লার বা সাদা মুরগির কেজি ১৬৫-১৭০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৬০-১৬৫ টাকা। সোনালি মুরগির কেজি ২৭০-২৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৫০-২৭০ টাকা। মুরগির দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে মুরগির ডিমের দাম। মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ