শীতের ভরা মৌসুমে বাজারে প্রচুর সবজির সরবরাহ। দাম আগের চেয়ে অনেক কম। মাসের ব্যবধানে প্রতিটি পণ্যের দর কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে এখনো কেজিপ্রতি ৩০ টাকার ওপরে আছে বেশির ভাগ সবজির দাম। অন্যান্য বছর যেভাবে সবজির দাম কমে ১০ টাকা কেজি পাওয়া যায় এ বছর তা হয়নি। ব্যবসায়ীরা বলছেন, দাম কমতে পারে আগামী সপ্তাহের পর। গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহ ধরে পিঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। মানভেদে পিঁয়াজের কেজিপ্রতি ২০ টাকা বাড়ানোর পর ব্যবসায়ীরা আর কমাননি। এখনো সে দামেই বিক্রি হচ্ছে। যদিও বাজারে নতুন পিঁয়াজ এসেছে। নতুন পিঁয়াজ অবশ্য বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। নতুন পিঁয়াজ আসার পরও কেন দাম কমছে না তার জবাব কোনো ব্যবসায়ী দিতে পারেননি। অন্যদিকে পাকা টমেটো এখন ৪০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো দামি সবজির অন্যতম হলেও এ সময় সর্বোচ্চ ৩০ টাকার মধ্যে পাওয়া যায়। বছরের অন্যান্য সময় ১৫ টাকা পর্যন্ত কেজি কিনতে হয় ভোক্তাদের। দাম কমেছে বাজারে নতুন আসা আলুর। ৪০ টাকা কেজি বিক্রি হওয়া নতুন আলু এখন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। আর বাজারে নতুন আসা লম্বা ও বিচি শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। গাজরের কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। ফুলকপির পিস ৩০-৪০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০-৪০ টাকা বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, শালগমের (ওলকপি) কেজি ৩০-৪০ টাকা, লাল শাকের আঁটি ১০-১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০-১৫ টাকা বিক্রি হচ্ছে। আর পালন শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা। গত সপ্তাহে দাম বেড়েছে মুরগির। ব্রয়লার বা সাদা মুরগির কেজি ১৬৫-১৭০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৬০-১৬৫ টাকা। সোনালি মুরগির কেজি ২৭০-২৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৫০-২৭০ টাকা। মুরগির দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে মুরগির ডিমের দাম। মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার