শীতের ভরা মৌসুমে বাজারে প্রচুর সবজির সরবরাহ। দাম আগের চেয়ে অনেক কম। মাসের ব্যবধানে প্রতিটি পণ্যের দর কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে এখনো কেজিপ্রতি ৩০ টাকার ওপরে আছে বেশির ভাগ সবজির দাম। অন্যান্য বছর যেভাবে সবজির দাম কমে ১০ টাকা কেজি পাওয়া যায় এ বছর তা হয়নি। ব্যবসায়ীরা বলছেন, দাম কমতে পারে আগামী সপ্তাহের পর। গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহ ধরে পিঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। মানভেদে পিঁয়াজের কেজিপ্রতি ২০ টাকা বাড়ানোর পর ব্যবসায়ীরা আর কমাননি। এখনো সে দামেই বিক্রি হচ্ছে। যদিও বাজারে নতুন পিঁয়াজ এসেছে। নতুন পিঁয়াজ অবশ্য বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। নতুন পিঁয়াজ আসার পরও কেন দাম কমছে না তার জবাব কোনো ব্যবসায়ী দিতে পারেননি। অন্যদিকে পাকা টমেটো এখন ৪০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো দামি সবজির অন্যতম হলেও এ সময় সর্বোচ্চ ৩০ টাকার মধ্যে পাওয়া যায়। বছরের অন্যান্য সময় ১৫ টাকা পর্যন্ত কেজি কিনতে হয় ভোক্তাদের। দাম কমেছে বাজারে নতুন আসা আলুর। ৪০ টাকা কেজি বিক্রি হওয়া নতুন আলু এখন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। আর বাজারে নতুন আসা লম্বা ও বিচি শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। গাজরের কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। ফুলকপির পিস ৩০-৪০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০-৪০ টাকা বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, শালগমের (ওলকপি) কেজি ৩০-৪০ টাকা, লাল শাকের আঁটি ১০-১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০-১৫ টাকা বিক্রি হচ্ছে। আর পালন শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা। গত সপ্তাহে দাম বেড়েছে মুরগির। ব্রয়লার বা সাদা মুরগির কেজি ১৬৫-১৭০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৬০-১৬৫ টাকা। সোনালি মুরগির কেজি ২৭০-২৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৫০-২৭০ টাকা। মুরগির দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে মুরগির ডিমের দাম। মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ভরা মৌসুমেও সবজির কেজি ৩০ টাকার ওপরে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর