রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বোয়ালখালীতে বিক্রির প্রতিমা ভাঙল কীভাবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানার ৩৫টি সরস্বতী প্রতিমা ভাঙা পাওয়া গেছে। কীভাবে এতগুলো প্রতিমা ভেঙে গেল, তা নিয়ে জল্পনা চলছে। শুক্রবার রাতের কোনো একসময় বোয়ালখালী শাকপুরা ইউনিয়নের লালারহাট আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার মালিকের ধারণা, প্রতিমাগুলো ভাঙচুর হয়েছে। তবে পুলিশ মনে করে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিমাগুলো ভাঙচুর হয়নি। দুর্ঘটনাবশত সেগুলো ভেঙে গেছে। চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, কারখানা মালিকসহ বিভিন্নজনের সঙ্গে পুলিশ কথা বলেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, ‘রাস্তার পাশে উন্মুক্ত স্থানে প্রতিমাগুলো রাখা ছিল। পরিকল্পিতভাবে প্রতিমাগুলো ভেঙেছে বলে মনে হয়নি। ঠেলাগাড়ি কিংবা অন্য কোনো গাড়িতে করে বাঁশ নেওয়ার সময় রাতের অন্ধকারের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।’

কারখানার মালিক বাসুদেব পাল বলেন, ‘সরস্বতী পূজা উপলক্ষে বিক্রির জন্য প্রতিমাগুলো বানানো হচ্ছিল। শুক্রবার রাতে কাজ শেষে কর্মচারীরা অফিসের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৬টার দিকে উঠে দেখেন ৩৫টি প্রতিমার কোনোটির মাথা নেই, আবার কোনোটির ভাঙা হাত সামনে পড়ে আছে।’

 

সর্বশেষ খবর