শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মামলাজট নিরসনে অধস্তন আদালত তদারকি করবেন আট বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

মামলাজট নিরসন ও বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা-গতিশীলতা আনার লক্ষ্যে আট বিভাগে অধস্তন আদালতের কার্যক্রম তদারকির জন্য হাই কোর্ট বিভাগের আটজন বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একই সঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় আট কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের প্রত্যেক বিভাগের জন্য হাই কোর্ট বিভাগের একজন বিচারপতিকে মনোনয়ন দিয়ে আটটি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করেছেন। আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত  বিচারপতিরা হলেন- বিচারপতি মোস্তফা জামান ইসলাম (ঢাকা), মো. জাহাঙ্গীর হোসেন (খুলনা), বিচারপতি জাফর আহমেদ (বরিশাল), বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা (চট্টগ্রাম), বিচারপতি এস এম কুদ্দুস জামান (সিলেট), বিচারপতি শাহেদ নূরউদ্দিন (রংপুর বিভাগ), বিচারপতি মো. জাকির হোসেন (ময়মনসিংহ) এবং বিচারপতি মো. আখতারুজ্জামান (রাজশাহী)। এই আটজন বিচারপতিকে সাচিবিক সহায়তা দেওয়ার জন্য নিযুক্ত সুপ্রিম কোর্টের আট কর্মকর্তা হলেন- ডেপুটি রেজিস্ট্রার মো. আবদুছ সালাম (ঢাকা), সহকারী রেজিস্ট্রার সানজিদা সরওয়ার (খুলনা), সহকারী রেজিস্ট্রার মো. সুলতান সোহাগ উদ্দিন (বরিশাল), সহকারী রেজিস্ট্রার মিটফুল ইসলাম (চট্টগ্রাম), সহকারী রেজিস্ট্রার মো. হারুন রেজা (সিলেট), রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব জীবরুল হাসান (রংপুর), সহকারী রেজিস্ট্রার মো. হায়দার আলী (ময়মনসিংহ) এবং সহকারী রেজিস্ট্রার মো. ওমর হায়দার (রাজশাহী)।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর